যথাযথ মূল্যতালিকা না থাকা, ওজনে কারচুপিসহ নানা অভিযোগে চট্টগ্রামের একাধিক বাজারে সাত মামলায় ২৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ মার্চ) নগরীর রিয়াজুদ্দিন বাজার, কর্নেলহাট কাঁচাবাজার ও ধনিয়ারপুল বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে নগরীর রিয়াজুদ্দিন বাজারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান সহিদ, সুব্রত হালদার ও মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনটি মামলায় তিনজন অভিযুক্তকে আড়াই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অপরদিকে, কর্নেলহাট কাঁচাবাজারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা ও ইজাহারুল আহম্মেদ শিহাবের নেতৃত্বে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের জন্য দুটি মামলায় সাড়ে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এদিকে, ধনিয়ারপুল বাজারে অভিযান পরিচালনা করেন পতেঙ্গার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। তিনি যথাযথ মূল্যতালিকা না থাকা ও ওজনে কারচুপির অভিযোগে দুটি মামলায় অভিযুক্তদের ১৬ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতাদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়। পুরো রমজান মাসব্যাপী জেলা প্রশাসনের এরূপ অভিযান নিয়মিত চলমান থাকবে এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।
পূর্বকোণ/জেইউ/পারভেজ