সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ। শনিবার চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মু. ইব্রাহীম হোসেন রনির সভাপতিত্বে ও সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুনের সঞ্চালনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ইব্রাহীম হোসেন রনি বলেন, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা পরিচালিত হয় শিবিরের লক্ষ্য-উদ্দেশ্য: আল্লাহ প্রদত্ত ও রাসুল সা. প্রদর্শিত বিধান অনুযায়ী- মানুষের সার্বিক কল্যাণ সাধন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সামনে রেখে। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শিক্ষা জীবন। ছাত্রশিবির ছাত্রদের শিক্ষা জীবনের উন্নতি সাধনকল্পেই অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ছাত্রশিবিরকে সাধারণ ছাত্রসমাজের সামনে তুলে ধরার জন্য আমরা প্রতিটি ক্যাম্পাসে প্রকাশনা উৎসব আয়োজনের মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত এবং প্রশংসিত হয়েছি। গত ১৭ বছর যে ক্যাম্পাসগুলো চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং অস্ত্রের ঝনঝনানিতে মুখরিত ছিল, পরিণত হয়েছিল মাদকের অভয়ারণ্যে, ২৪শের অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সেই ক্যাম্পাসগুলোকে নতুনভাবে গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির তার বন্ধু প্রতিম সংগঠন: জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য যে সকল প্ল্যাটফর্ম রয়েছে, প্রত্যেকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে প্রত্যেকটি ক্যাম্পাসে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।
মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের বাইতুলমাল সম্পাদক রাকিবুল ইসলাম, পরিকল্পনা ও ফাউন্ডেশন সম্পাদক তানভির মোস্তাফা, মিডিয়া ও প্রচার সম্পাদক জাহিদুল আলম জয়সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ