চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়া থেকে ব্যবসায়ী অপহরণের সময় আটক ১

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২২ মার্চ, ২০২৫ | ৫:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে মো. আহসান উল্লাহ (৪২) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করার সময় মো. হাসান (৪০) এক অপহরণকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক হাসান চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মো. ইলিয়াসের ছেলে।

 

কাপ্তাইয়ের বরইছড়ি এলাকা তাকে আটক করে পুলিশে দেয়া হয়। অপহরণের সাথে জড়িত অন্য দুইজন পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাঙ্গুনিয়ার সরফভাটা ভুমিরখীল গ্রামের আহসান উল্লাহ চন্দ্রঘোনা চারাবটতল এলাকায় বালু ব্যবসার ম্যানেজার হিসেবে কর্মরত। শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল যোগে আসা তিন ব্যক্তি প্রথমে তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে রাতের অন্ধকারে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যান। কাপ্তাই উপজেলার বরইছড়ি পৌঁছলে সুযোগ বুঝে আহসান উল্লাহ মোটরসাইকেল থেকে চিৎকার দিয়ে সাহায্য চেয়ে লাফ দেন। এসময় অপহরণকারী মো. হাসান ও পড়ে যায়। বরইছড়ি বাজারের স্থানীয় লোকজন এগিয়ে এসে অপহরণকারী হাসানকে আটক করেন এবং আহসান উল্লাহকে উদ্ধার করে কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় মো. রানা (৩০) ও মো. ইউসুফ নামে বাকি দুই অপহরণকারী পালিয়ে যায়।

 

রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, খবর পেয়ে কাপ্তাই থানা থেকে অপহরণকারী হাসানকে রাঙ্গুনিয়া থানায় নিয়ে আসা হয়। সে একজন ডাকাত দলের সদস্য ও নানা অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। অপহরণের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট