চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

শিশুদের বাহারি পোশাক আমিন সেন্টারে

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২৫ | ১:৩২ অপরাহ্ণ

মায়ের সঙ্গে দক্ষিণ খুলশী এলাকা থেকে নগরীর লালখান বাজারে অবস্থিত আমিন সেন্টারে এসেছে সাত বছর বয়সী শিশু রাফা। পছন্দের পোশাকের জন্য মায়ের হাত ধরে ঘুরছে দোকানে দোকানে। কয়েকটি দোকান ঘুরে পছন্দের পোশাক ক্রয় করে ক্ষুদে শিশু। ঈদের রঙিন পোশাক হাতে নিয়ে বেশ খুশি রাফা।

 

কথার প্রসঙ্গে রাফার মা আমেনা বেগম বলেন, কয়েক বছর ধরেই মার্কেটটি থেকে বাচ্চাদের জন্য পোশাক ক্রয় করে থাকি। অন্যান্য মার্কেটের তুলনায় সাশ্রয়ী দামে ক্রয় করা যায়। তাছাড়া পোশাকের কালেকশনও থাকে সবসময়। যার ফলে শিশুদের পোশাকের জন্য স্বাদ-সাধ্য দুটোই পাওয়া যায় মার্কেটটিতে।

 

গতকাল সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে ঐতিহ্যবাহী এই মার্কেটটিতে আনাগোনা ছিল ক্রেতা-দর্শনার্থীর। তবে বেশিরভাগই ছিল শিশুদের পোশাকের খোঁজে। দূর-দুরান্ত থেকে ছুটে আসা বেশিরভাগ ক্রেতাদের আগ্রহ দেখা গেছে শিশুদের পোশাকের দোকানগুলোতে। যদিও রমজানের প্রথম দিকের তুলনায় বর্তমানে ক্রেতার সংখ্যা কম বলে জানিয়েছেন দোকানিরা।

 

বিক্রেতারা জানান, এবার ঈদ উপলক্ষে ছোটদের ভরপুর কালেকশন রয়েছে মার্কেটে। গরমের কথা চিন্তা করে আরামদায়ক কাপড়ের কালেকশন সংযোজন করা হয়েছে শিশুর পোশাকে। এক কথায় সব ধরনের পোশাক রয়েছে।

 

কিডস এভিনিউ’র পরিচালক রিদওয়ান বলেন, আরামদায়ক ও স্বাদ-সাধ্য দুটোই পাওয়া যাচ্ছে শিশু পোশাকে। মার্কেটে শিশুদের পোশাকের জন্য এখনো দূর দুরান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন। পুরানো ক্রেতারাই বেশি এখানে আসেন। কারণ শিশুদের পোশাকের ঐতিহ্য এখনো ধরে রাখা হয়েছে।

 

মার্কেটটির নিচ তলায় কসমেটিকস, বড়দের পোশাকসহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে। দ্বিতীয় তলায় আছে শিশুদের পোশাকের দোকান। আর তৃতীয় তলায় জুয়েলারি এবং চতুর্থ তলায় জুতার দোকান অবস্থিত। এরমধ্যে মার্কেটটিতে বেশি ক্রেতা সমাগম শিশুদের পোশাকের দোকানগুলোতে।

 

শিশুদের দোকানগুলোর মধ্যে কিডস এভিনিউ, বেবি কালেকশন, কলকাতাস বাজার, কিডস ওয়ার্ল্ড, বিশাখা, আরবানসহ অসংখ্য দোকানে ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মতো।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট