চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

মাঠপর্যায়ে বিএনপির কঠোর বার্তা

মোহাম্মদ আলী

২২ মার্চ, ২০২৫ | ১১:৫০ পূর্বাহ্ণ

দলের মধ্যে শৃঙ্খলা ফেরাতে মাঠ পর্যায়ে কঠোর বার্তা দিয়েছে বিএনপি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়- এমন কর্মকাণ্ডে বিএনপির কোন নেতাকর্মী জড়ালে সাংগঠনিক ও প্রশাসনিক, দুইভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এক সপ্তাহ ধরে চট্টগ্রামসহ সারাদেশে নগরীর প্রতিটি থানা এবং জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভা এলাকায় বালুমহল দখল, সন্ত্রাস, চাঁদাবাজের সাথে জড়িতদের তালিকা তৈরি করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ সকল অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিএনপি সূত্র জানায়, যদি কোন দলীয় নেতাকর্মীর কারণে বিএনপি’র সুনাম ক্ষুণ্ন হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য গত ১৮ মার্চ মহানগর ও উত্তর জেলা বিএনপি সভা করে দলীয় সিদ্ধান্ত মাঠ পর্যায়ে জানিয়ে দিয়েছে। এমন কি চট্টগ্রাম মহানগরীর ১৫ থানায় নগর বিএনপির যুগ্ম আহ্বায়কদের প্রধান করে ইতোমধ্যে ১৫টি কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী ২৪ মার্চের মধ্যে সকল তথ্য সংগ্রহের পর যাচাই-বাছাই করে কেন্দ্রে প্রেরণ করবে। কেন্দ্র দোষীদের বিরুদ্ধে দলের সকল পদ থেকে বহিষ্কারসহ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার দৈনিক পূর্বকোণকে বলেন, দলীয় নেতাকর্মীর কারণে বিএনপি’র সুনাম ক্ষুণ্ন হলে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে এ অবস্থা দেখার জন্য নয় এবং এ পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্যও নয়। ছদ্মবেশী অনেকে আজ বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন ফায়দা লুটের পাঁয়তারা করছে। আমাদের দলের ঐতিহ্যকে রক্ষা করতে এসব সন্ত্রাসী চাঁদাবাজদের শক্ত হাতে প্রতিহত করা হবে। এ লক্ষ্যে গত ১৮ মার্চ উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উত্তর জেলাধীন উপজেলা ও পৌরসভা বিএনপির বিশেষ প্রতিনিধি সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গোলাম আকবর খোন্দকার বলেন, আগামী ২৪ মার্চের মধ্যে উত্তর জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের সভা আহ্বান করে প্রতিটি এলাকার সন্ত্রাস-দখলদারদের নাম চিহ্নিত করে জেলার কাছে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। দলের ঐতিহ্য রক্ষা করতে দলের হাই কমান্ড বর্তমানে কঠোর অবস্থানে রয়েছেন।

 

একই বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ দৈনিক পূর্বকোণকে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনার পরিপ্রেক্ষিতে মহানগর বিএনপি সিদ্ধান্ত নেয় যে, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি, জমি দখল বা সাধারণ জনগণকে হয়রানি করার মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে মহানগর বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে থানায় থানায় যুগ্ম আহ্বায়কদের নেতৃত্বে যে সাংগঠনিক টিম করা হয়েছে সেসকল টিম স্ব-স্ব এলাকায় তদারকির মাধ্যমে সন্ত্রাসী চাঁদাবাজদের নামের তালিকা জমা দেবেন। তাদের দায়িত্ব থাকবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা সংগ্রহ করে মহানগর বিএনপির কাছে জমা দেওয়া। এ ক্ষেত্রে দলীয় কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতা যদি পাওয়া যায়, তাহলে তাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে সাংগঠনিকভাবে বহিষ্কারসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মনিটরিং কার্যক্রম মহানগর বিএনপি নিয়মিত পর্যবেক্ষণ করবে।

 

জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন দৈনিক পূর্বকোণকে বলেন, দক্ষিণ জেলার প্রতিটি থানা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে বিএনপির কোন নেতাকর্মী জবরদখল, বালুমহাল দখল, সন্ত্রাস, চাঁদাবাজিসহ কোন অনিয়মে জড়িত হলে তাদের বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দৈনিক পূর্বকোণকে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নগরের প্রতিটি থানা ও ওয়ার্ড এবং জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ে দলের কোন নেতাকর্মী বালুমহল দখল, সন্ত্রাস, চাঁদাবাজিসহ যেকোন অন্যায়ের সাথে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এমন কি অতীতে যারা কষ্ট স্বীকার করেছেন এমন কেউও যদি কারো প্ররোচনায় সন্ত্রাস-চাঁদাবাজের সাথে জড়িত থাকেন তাদের কোন ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ সকল অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট