চট্টগ্রাম রবিবার, ২৩ মার্চ, ২০২৫

সর্বশেষ:

নয়াবাজার এলাকার গ্রিনভিউ আবাসিকে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক

২১ মার্চ, ২০২৫ | ১১:৪৪ অপরাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন নয়াবাজার এলাকার গ্রিণ ভিউ আবাসিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫-৬ রুমের একটি কাঁচা ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় পৌন ১ ঘণ্টার চেষ্টায় ৯টা ২০ মিনিটে আগুণ নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোন হতাহতেরে ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা জানান, শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে নয়াবাজার এলাকার গ্রিণ ভিউ আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ৫-৬ রুমের একটি কাঁচাঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট