বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশে বেকারত্ব ও বেতন বৈষম্য থাকবে না। জামায়াতের লক্ষ্য একটি কল্যাণ রাষ্ট্র (ওয়েল ফেয়ার স্টেট) প্রতিষ্ঠা করা, যেখানে ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। তিনি জাতিকে ঐক্যবদ্ধ হয়ে রাসূল (সা.) এর শিক্ষা ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।
তিনি বলেন, ইসলামী রাষ্ট্রে সামাজিক ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠিত হবে, যা দেশের উন্নয়নে সহায়ক হবে। জামায়াত রাজনৈতিক কর্মকান্ডে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, দুনিয়ার স্বার্থের জন্য নয়। তিনি কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি, মা-বাবার সাথে ভালো ব্যবহার ও তাদের জন্য দোয়া করার গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্ট শক্তির উত্থানের চেষ্টা করা হলেও, এদেশে ফ্যাসিস্টদের পুনরায় আসার কোনো সুযোগ নেই। তাদের সাথে কোনো আপোষ হবে না; আগে বিচার হবে, তারপর তারা ফিরে আসতে পারবেন।
শুক্রবার (২১ মার্চ) ডবলমুরিং থানার ২৪ নম্বর দক্ষিণ আগ্রাবাদ জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ আগ্রাবাদ প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের আমীর মুহাম্মদ ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ ইব্রাহিম হোসেন, বিশেষ অতিথি ছিলেন, ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুকে আজম, থানা সেক্রেটারি সালাহ উদ্দিন আহমেদ।
আরো বক্তব্য রাখেন, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, ২৭ নম্বর ওয়ার্ড আমীর মুজিবুর রহমান প্রমুখ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ