চট্টগ্রাম শনিবার, ২২ মার্চ, ২০২৫

চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২৫ | ৫:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের চান্দগাঁওয়ে একটি চাঁদাবাজির মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকালে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, মো. আইয়ুব আলী (৫৭), মো. রফিক (৫৫), মো. জামাল (৫২), মো. সাইফুল ইসলাম (৩০), মো. সুজন মিয়া (৩০), মো. আব্বাস উদ্দিন (২৪) এবং মো. আব্দুল মালেক (৫৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, একটি চাঁদাবাজির মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলাটি গত ১৭ মার্চ দায়ের করা হয়েছিল।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট