চট্টগ্রাম শনিবার, ২২ মার্চ, ২০২৫

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের বিক্ষোভ

বিজ্ঞপ্তি

২০ মার্চ, ২০২৫ | ১০:০৮ অপরাহ্ণ

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা, গণহত্যা ও নির্বিচারে নারী ও শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনসহ অনেকে অংশ নেন। ওলামা জনতা ঐক্য পরিষদ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মুফতি হারুন বিন ইজহার।

এতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের ওপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সমর্থন জানান।

আলহাজ্ব শামসুল হক (ASH Foundation) ফাউন্ডেশন সাম্প্রতিক যুদ্ধে গাজায় কাজ করা বাংলাদেশের প্রথম সংস্থা হিসেবে ও গাজায় অদ্যাবধি মানবিক কর্মসূচি চলমান রেখেছে। গাজার নির্যাতিত মানুষের জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও অ্যাশ ফাউন্ডেশন ইউএসএ এর চলমান ইফতার সামগ্রী, জরুরি খাবার, পানি, তাঁবু স্থাপন, টয়লেট স্থাপন, মসজিদ নির্মাণ, তাঁবু স্থাপন, সোলার বিদ্যুৎ প্রকল্প ও অন্যান্য বিবিধ জরুরি মানবিক কর্মসূচি নিয়মিতভাবে চলমান রয়েছে।

পূর্বকোণ/জুবাইর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট