চট্টগ্রাম রবিবার, ২৩ মার্চ, ২০২৫

সর্বশেষ:

নানা অনিয়মের দায়ে চট্টগ্রামে ৬ ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক

২০ মার্চ, ২০২৫ | ৯:২৪ অপরাহ্ণ

নানা অনিয়মের দায়ে চট্টগ্রামে ৬ ব্যবসায়ীকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) নগরীর ফলমন্ডি পাইকারি বাজার ও বন্দর থানাধীন ফকিরহাট বাজারে অভিযানে এ জরিমানা করা হয়।

ফলমন্ডি পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার, সাদমান সহিদ ও ইজহারুল আহম্মেদ শিহাব। এ সময় নানা অনিয়মের জন্য ৪ ব্যবসায়ীকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, বন্দর থানাধীন ফকিরহাট বাজারে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার ও রাইয়ান ফেরদৌস। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা ও পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের জন্য ২ ব্যবসায়কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট