চট্টগ্রামের বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় ‘বগুড়ার মিষ্টি দই’ নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রামে উৎপাদন করে বগুড়ার দই নামে ভোক্তার সাথে প্রতারণা করেছে প্রতিষ্ঠানটি। এই দইয়ের আবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) অনুমোদনও নেই। উৎপাদন হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। এসব অপরাধের দায়ে ‘বগুড়ার মিষ্টি দই’ নামে কারখানাটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দই তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে আতুরার ডিপো এলাকায় দেড় ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আনিসুর রহমান জানান, বিএসটিআইয়ের অনুমোদন না পাওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানকে দই উৎপাদন ও বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি এ বিষয়ে লিখিত অঙ্গীকারনামাও দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পূর্বকোণ/রাজীব/এএইচ