অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, রাজাখালীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে রাজাখালীর দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৯ মার্চ) চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় নিরাপদ খাদ্য আইন কর্তৃপক্ষের উদ্যোগে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
অভিযানে রাজাখালী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্সের শর্তভঙ্গ করে অস্বাস্থ্যকর পরিবেশে জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদ্ধতিতে সেমাই তৈরি করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও অপর একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এবং খাবারে কাপড়ের রঙ ব্যবহারসহ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য বিক্রি করায় একটি হোটেলকে ১০ হাজার টাকা অর্থদন্ডসহ মোট ৩ টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ