চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

পোকাযুক্ত বেগুন দিয়ে বেগুনি তৈরি, দশ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

১৯ মার্চ, ২০২৫ | ৮:৩৩ অপরাহ্ণ

পোকাযুক্ত বেগুন দিয়ে বেগুনি তৈরির দায়ে সৌদিয়া হোটেল এণ্ড রেস্টুরেন্টকে দশ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ মার্চ) আনোয়ারা উপজেলা পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মোহাম্মদ।

 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা অফিসের খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, পোকাযুক্ত বেগুন দিয়ে বেগুনি তৈরির দায়ে সৌদিয়া হোটেল এণ্ড রেস্টুরেন্টকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিতে পচা-বাসি খাবার সংরক্ষণসহ নানাবিধ অসংগতি পরিলক্ষিত হয় অভিযানে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট