দেশে তৈরি পোশাক বিদেশি বলে বিক্রির অভিযোগে পোশাক বিক্রয় প্রতিষ্ঠান মেগা মার্টকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (১৯ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর বৃহৎ পোশাকের বাজার টেরিবাজারে অভিযান চালায় অধিফতরের একটি টিম।
ভোক্তা অধিদফতর সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ের উপ- পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, মেগা মার্ট চট্টগ্রামের অন্যতম একটি ব্র্যান্ড। তাদের নিজস্ব কিছু পণ্য আছে। মানুষ বিশ্বাস করে তাদের কাছ থেকে পণ্য কেনেন। এখানে বেশকিছু পণ্য আছে যা দেশে তৈরি। কিন্তু পণ্যগুলো বিদেশি বলে প্রতিষ্ঠানটি ক্রেতাদের কাছে বিক্রি করছেন। মেগা মার্টের মতো প্রতিষ্ঠান যদি দেশে তৈরি পণ্য বিদেশি বলে বিক্রি করেন তাহলে ক্রেতাদের বিশ্বাস করা কঠিন হবে। পণ্যগুলো যে বিদেশ থেকে আনা হয়েছে সেগুলোর কোনো ডকুমেন্ট তাদের কাছে নেই। যখন আমরা কাপড় চেক করছিলাম তখন তারা আমাদের জানিয়েছে সেগুলো বিদেশি। পরে আমরা ডকুমেন্ট চাইলে তারা সেটা দিতে পারেনি। এরপর তারা স্বীকার করে যে সেগুলো দেশে তৈরি পণ্য। আমাদের সঙ্গে তারা যেহেতু এটা করছে, তাহলে ক্রেতাদের সঙ্গে আরও বেশি করবে।’
এছাড়া কোতোয়ালি মোড় সংলগ্ন ‘মধুবন’ এর একটি আউটলেটে মেয়াদ উত্তীর্ণ দই এবং কেক এর স্টিকার উঠিয়ে ফেলে বিক্রি করার উদ্দেশ্য সংরক্ষণ, অপরিচ্ছন্ন ও ইঁদুরের গন্ধযুক্ত পরিবেশ, নিষিদ্ধ অ্যালকোহলিক পানীয় বিক্রয় এর উদ্দেশ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্যের স্টিকার পরিবর্তনের উদ্দেশ্যে স্টিকার সংরক্ষণ, হালিমের মেয়াদ না থাকা এবং অননুমোদিত বিদেশি পণ্য বিক্রয় করায় উক্ত প্রতিষ্ঠানে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় অবস্থিত ‘মালঞ্চ’ রেস্টুরেন্টে দেখা যায়, জিলাপি তৈরির মিষ্টির সিরায় একাধিক মাছি মরে থাকা, ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রং খাবারে ব্যবহার করা এবং বাসি ইফতার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ।
পূর্বকোণ/আরআর/পারভেজ