চট্টগ্রাম বুধবার, ১৯ মার্চ, ২০২৫

সর্বশেষ:

কিচেনে তেলাপোকা, ওরিয়েন্ট রেস্টুরেন্টকে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

১৮ মার্চ, ২০২৫ | ১০:৪৬ অপরাহ্ণ

খাদ্যে তেলাপোকা বিচরণ করার কারণে আগ্রাবাদ মোড়ের ওরিয়েন্ট রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ মার্চ) চট্টগ্রাম নগরীতে অভিযানে ৫টি প্রতিষ্ঠানে ৯১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

একই এলাকার আল্লাহর দান ভাত ঘরকে খাদ্যদ্রব্য প্রস্তুতিতে অননুমোদিত কেমিক্যাল হাইড্রোস ব্যবহার এবং ইফতার সামগ্রী অস্বাস্থ্যকর পরিবেশে রাখার কারণে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া পণ্যের মোড়কবিধি লঙ্ঘন করায় নিউ আগ্রাবাদ কুলিং কর্নারকে ৪ হাজার টাকা এবং মেসার্স আগ্রাবাদ ফার্মেসিকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া প্রতিশ্রুত সেবা প্রদান না করায় রং এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ।

 

অভিযান পরিচালনা করেন উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট