চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ দিয়ে উৎপাদিত বেকারি পণ্য জব্দ

অনলাইন ডেস্ক

১৭ মার্চ, ২০২৫ | ৭:৩০ অপরাহ্ণ

ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ দিয়ে আসাদগঞ্জের রুপন এন্ড বিউটি সুইটসের উৎপাদিত বেকারি পণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ মার্চ) এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। এসময় তিনি উক্ত প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন।

 

এছাড়াও, রাহাত্তারপুল বাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইয়ান ফেরদৌস ও সুব্রত হালদার মূল্য তালিকা প্রদর্শন না করা, লাইসেন্স না রাখাসহ নানা অসংগতি থাকায় ৪ জনকে ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

অপরদিকে, খুলশী ঝাউতলা বাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু ও  ফারজানা রহমান মীম পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না থাকায় ২ জনকে মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট