‘ক্রাফট ক্যাসেল’ ও ‘কার্নিভালে’ প্রচুর ভিড়। তরুণ-যুবকসহ সব বয়সের মানুষ এসেছেন অফারে পাঞ্জাবি ক্রয় করতে। ঈদ উপলক্ষে পাঞ্জাবির উপর বিশেষ অফার দিচ্ছে বিপণী বিতানের এ দুটি শো-রুম। যেখানে ৬০০ থেকে ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে পাঞ্জাবি। একসময়ের অভিজাত শ্রেণির মানুষের মার্কেটেও ঈদ উপলক্ষে রয়েছে বিভিন্ন অফার ও ছাড়।
রবিবার (১৬ মার্চ) দুপুরে নগরীর নিউমার্কেট খ্যাত বিপণী বিতানে এমন দৃশ্য দেখা যায়।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়া বিপণী বিতান মানুষের কাছে নিউমার্কেট হিসেবেই পরিচিত। বর্তমানে এই মার্কেটে প্রায় সাড়ে ৫০০ দোকান রয়েছে। বাচ্চাদের কাপড়, জুতা, পাঞ্জাবি, নারীদের পোশাক, প্রসাধনী, ব্যাগ, জুয়েলারির জন্য বিখ্যাত ষাটের দশকের এই মার্কেট। বিপণী বিতান ঘুরে দেখা গেছে ক্রেতাদের আনাগোনা। ছেলেদের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ও জুতার বিভিন্ন দোকান ঘিরে ক্রেতার ভিড়। এসব দোকানে দেওয়া হচ্ছে ঈদ উপলক্ষে বিশেষ ছাড়। ছাড়ের অফার লুফে নিতেই তরুণদের একটি অংশ এ মার্কেটে ভিড় জমায় বলে জানা গেছে। কাপড়, খাবার দোকান ছাড়া বেশিরভাগ দোকান ভাড়া দেওয়া হয়েছে মৌসুমি ব্যবসায়ীদের কাছে। কেউ কেউ দোকানের অর্ধেক অংশে ঈদের কাপড় তুলে সারাবছরের ঘাটতি কিছুটা কাটাতে চান।
নকশি বাংলা শাড়ি ও জামদানি শাড়ির দোকানের বিক্রয়কর্মীরা বলেন, এখান থেকে শাড়ি নেন ফ্যাশন সচেতন নারী ও তরুণীরা। কিছু শাড়ি বিক্রি হয় উপহারের। খুব ভালো ভালো দেশীয় শাড়ির কালেকশন আছে। বিদেশি উন্নতমানের শাড়িগুলোও রয়েছে। বিদেশি শাড়িগুলো এক হাজার থেকে ২০ হাজারের উপরেও আছে। ১৯৭৪ সালে নিউমার্কেটের নিচতলায় প্রতিষ্ঠা হয় রেভলন ব্র্যান্ড। নগরীর অন্য কোন মার্কেটে এই ব্র্যান্ডের দ্বিতীয় শোরুম নেই।
কথা হলে রেভলনের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, টি-শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, শার্ট ও বেল্টের জন্য রেভলন বিখ্যাত। প্রতিবছর দূরদূরান্ত থেকে মানুষ ঈদের কেনাকাটার জন্য এখানে আসে। নিউমার্কেট টাঙ্গাইলের শাড়ির জন্যও বিখ্যাত। ওই মার্কেটের দোকান মালিকরা জানিয়েছেন, টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জ, মাধবদী, নরসিংদীর বাবুরহাট, ঢাকার মিরপুর জামদানি পল্লীসহ বিভিন্ন জায়গা থেকে ঈদের জন্য শাড়ির কালেকশন নিয়ে এসেছেন তারা। দিন যত যাচ্ছে, বিক্রিও তত বাড়ছে।
ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা বলেন, সব শ্রেণি-পেশার মানুষ এখানে কেনাকাটা করতে আসে। তাই সবার কথা মাথায় রেখে পোশাক এনেছেন ব্যবসায়ীরা। প্রতিটি দোকানে ঈদ উপলক্ষে নতুন কালেকশন এনেছেন। একটি দোকানে সারাবছর যা বিক্রি হয়, তার এক-চতুর্থাংশ ঈদের সময় বিক্রি হয়। এজন্য ঈদকে ঘিরে বিশেষ পরিকল্পনা নিয়েছেন বিপণী বিতানের সব ব্যবসায়ী।
পূর্বকোণ/ইব