এবারের ঈদ রঙিন ও স্টাইলিশ করতে নগরীর খুলশী টাউন সেন্টার শপিং মলে পাওয়া যাচ্ছে নারীদের জন্য সব ডিজাইনের দেশি-বিদেশি পোশাক। সবই পাওয়া যাচ্ছে ক্রেতাদের বাজেটের মধ্যে। যেখানে রয়েছে ট্রেন্ডি এবং ঐতিহ্যবাহী ডিজাইনের বিশাল সংগ্রহ, সেরা দামে এক্সক্লুসিভ শাড়ি, থ্রি-পিস ও পার্টি ড্রেস এবং স্বনামধন্য শোরুমে নিত্যনতুন কালেকশন। যেখানে মহিলা ব্যবসায়ী সবচেয়ে বেশি।
এছাড়া পুরুষদের জন্যও রয়েছে বিশাল কালেকশন। স্টাইলিশ পাঞ্জাবি, ট্রেন্ডি শার্ট, ক্যাজুয়াল টি-শার্ট, জিন্স, স্যান্ডেল, ঘড়ি, পারফিউম সবকিছু পাওয়া যাচ্ছে এক ছাদের নিচে। সবচেয়ে বড় চমক হিসেবে রয়েছে মাত্র ৫০০ টাকা শপিং করলেই পাচ্ছেন এক্সক্লুসিভ কুপন! এতে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি। রয়েছে আরও আকর্ষণীয় গিফট আইটেম। প্রতি ১০ রমজান পর পর অনুষ্ঠিত হচ্ছে এই র্যাফেল ড্র। খুলশী টাউন সেন্টার শপিং মলে মেয়েদের শপিংয়ের জন্য রয়েছে ওয়েসিস, লেভেন্ডা, ক্যাটস আই, ক্লাউড মেলিশা, ডুলসি, আসিল, ফ্লরা’স এরিনাসহ আরও বেশ কয়েকটি শপ। যেখানে নারীরা নিজেদের বাজেটের মধ্যে দারুণ সব জামাকাপড় কিনতে পারবেন। শিশুদের জন্য রয়েছে সাফা ক্রিয়েশন, আউটফি বুথ। রয়েছে আল হারামাইন, হার্লেন শপ।
গতকাল শনিবার দুপুর ২টার পর সরেজমিনে মার্কেট ঘুরে ক্রেতার সংখ্যা খুব কম দেখা গেছে। কয়েকটি দোকান ছাড়া অধিকাংশ দোকানই ক্রেতা শূন্য। সন্ধ্যার পর থেকে মলটিতে ক্রেতার সংখ্যা বাড়ে বলে জানান দোকানদারেরা। শপিং মলটিতে রয়েছে ফুড কোর্টসহ ২৬০টি ব্র্যান্ডের দেশি-বিদেশি ফ্যাশন হাউস, কসমেটিক ও জুয়েলারি শপ, মেগা সুপার শপ, মোবাইল ফোন, কম্পিউটার, ইলেকট্রনিকস, ক্রোকারিজ সামগ্রীর দোকান। প্রায় দোকানে রয়েছে ১০-৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। ক্রেতাদের গাড়ি রাখার জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। শিশুদের জন্য রয়েছে খেলাধুলার জোন। যেখানে বাচ্চাদের রেখে নিশ্চিন্তে শপিং করা যাবে। সহযোগিতা করছে খুলশী থানা পুলিশও। সকাল সাড়ে ১০টা থেকে রাত ২টা পর্যন্ত মার্কেট খোলা থাকে। ঈদ পর্যন্ত সাপ্তাহিক ছুটি নেই।
মার্কেটে ঘুরে কথা হয় ওয়েসিসের ম্যানেজিং পার্টনার মাহবুবুর রহমানের সাথে। তিনি বলেন, যে হারে আশা করেছি সেভাবে বিক্রি হচ্ছে না। আমাদের কাছে নারী ও শিশুদের জন্য অনেক কালেকশন রয়েছে। যা পুরো চট্টগ্রামে বেস্ট। ভারতীয় ও পাকিস্তানি থ্রিপিসসহ সব কাপড়ের দামই ক্রেতাদের বাজেটের মধ্যে রয়েছে। ক্রেতাদের কথা মাথায় রেখে সীমিত লাভেই বিক্রি করছি।
রোজিনা আক্তার নামে এক ক্রেতা বলেন, খুলশী টাউন সেন্টার শপিং মলে ওয়েসিসের কাপড়গুলো খুব ভালো, দামও কম।
খুলশী টাউন সেন্টার শপিং মলের এডহক কমিটির আহ্বায়ক কাজী ইমরান এফ রহমান পূর্বকোণ বলেন, আমাদের মলে রয়েছে দেশি-বিদেশি সব ধরনের পোশাক। নারী ও শিশুদের জন্য রয়েছে বাজেটের মধ্যে দারুণ সব জামা কাপড়। প্রতি ১০ রমজান পর পর র্যাফেল ড্র হচ্ছে। সেখানে রয়েছে ৩২ ইঞ্চি টেলিভিশনসহ ১০টি আকর্ষণীয় পুরস্কার। এতে করে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সম্পর্ক বাড়ছে।
তিনি বলেন, আমাদের মার্কেটে মহিলা ব্যবসায়ী সবচেয়ে বেশি। তাই নারীরা স্বাচ্ছন্দ্যে শপিং করতে পারেন। প্রায় শপে দেশি কাপড়ের পাশাপাশি রয়েছে ভারতীয় ও পাকিস্তানি কাপড়। এছাড়াও ২৩ রমজান থেকে চাঁদরাত সাতদিন চলবে মেহেদি উৎসব।
পূর্বকোণ/ইব