চট্টগ্রাম রবিবার, ১৬ মার্চ, ২০২৫

সর্বশেষ:

ফিনলে সাউথ সিটিতে ক্রেতা টানতে লোভনীয় অফার

জুবাইর উদ্দিন

১৫ মার্চ, ২০২৫ | ২:০৮ অপরাহ্ণ

৫০০ টাকার শপিং করলে পাওয়া যাবে একটি কুপন। আর সেই কুপনের মাধ্যমে পাওয়ার সুযোগ রয়েছে সেডান কার। এছাড়াও রয়েছে আইফোন-১৬ প্রো ম্যাক্স, ল্যাপটপ, টিভিসহ ১৭টি আকর্ষণীয় পুরস্কার। এই সুযোগ পেতে হলে আসন্ন ঈদের শপিং করতে হবে নগরীর বহদ্দারহাটে অবস্থিত ফিনলে সাউথ সিটি শপিং মলে। যেখানে চলছে গ্র্যান্ড ওপেনিং এবং ঈদ বিক্রয় উৎসব।

 

গতকাল সরেজমিন শপিং মল ঘুরে দেখা যায়, ঈদের জন্য কেনাকাটা করতে সকাল থেকেই মানুষজন ভিড় করেছেন। ক্রেতার চাহিদা মতো সাজানো বিভিন্ন পোশাক, স্টাইলিশ জামাকাপড়, জুতা, ব্যাগ এবং সাজসজ্জার নানা উপকরণের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে। জুয়েলারি, অথেনটিক কসমেটিকস্, লেডিস গার্মেন্টস কালেকশান, ঘড়ি এবং অপটিকস, বোরকা, হিজাব, টেইলারিং শপ, হ্যান্ডিক্রাফটস, বাচ্চাদের সব ধরনের খেলনার দোকান, ট্রেন্ডি রেডিমেন্ট গার্মেন্টস, পুরুষদের জন্য পাঞ্জাবি ও শেরওয়ানি, দেশি-বিদেশি ব্র্যান্ডের নানা বয়সীদের জন্য জুতা, ব্র্যান্ড গ্যালারি, ম্যাজিক্যাল থিমপার্ক, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান, প্রতিটি ফ্লোরে টয়লেট সুবিধাসহ সব আয়োজন নিয়ে জমে উঠেছে ফিনলে সাউথ সিটি শপিং মল।

 

মার্কেট ঘুরে দেখা যায়, বিভিন্ন দোকানে পুরুষের চেয়ে ভিড় বেশি জমিয়েছেন নারী ক্রেতারা। যাদের অধিকাংশই নতুন পোশাক, গহনা, মেকআপ আইটেম এবং অন্যান্য উপহারসামগ্রী কিনছেন। তবে যতটা না বিক্রি তার চেয়ে দর কষাকষি বেশি।

 

বন্ধুদের নিয়ে মার্কেটে ঘুরতে আসা তাহমিদ হাসান নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, ঈদের আরও বেশ কয়েকদিন বাকি। আপাতত মার্কেটে ঘুরে ঘুরে পাঞ্জাবি, শার্ট দেখছি। ২০ রমজানের পর ফাইনালি কিনব।

 

ফিনলে সাউথ সিটির আম্মাজান পাঞ্জাবি শপের ইনচার্জ এনামুল হক বলেন ভিন্ন কথা। তার মতে, বাবা-ছেলের পাঞ্জাবির চাহিদা রয়েছে তাদের। বিক্রিও হচ্ছে বেশ ভালোই।

 

মার্কেট কর্তৃপক্ষ জানান, ফিনলে সাউথ সিটি শপিং মলে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সর্বনিম্নে ৫০০ টাকার শপিংয়ে পাওয়া যাবে ১টি লাকি কুপন। শপিংয়ের পর নির্দিষ্ট দোকান থেকে কুপনটি সংগ্রহ করতে হবে। গ্র্যান্ড ওপেনিং থেকে প্রতি ১০ দিন পর পর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে প্রতি র‌্যাফেল ড্র’তে ৩০ জন বিজয়ীকে মোট ১ লাখ টাকার গিফট ভাউচার প্রদান করা হবে। গিফট ভাউচারগুলো ফিনলে সাউথ সিটিতে পরবর্তী শপিংয়ের জন্য প্রযোজ্য হবে। সর্বশেষ মেগা ড্র ঈদ পরবর্তী মার্কেট খোলার পর অনুষ্ঠিত হবে। মেগা র‌্যাফেল ড্র ফিনলে সাউথ সিটি ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

 

র‌্যাফেল ড্র’তে প্রথম পুরস্কার রয়েছে সেডান কার, দ্বিতীয় পুরস্কার আইফোন-১৬ প্রো ম্যাক্স, তৃতীয় ল্যাপটপ, চতুর্থ স্মার্ট টিভি, পঞ্চম ফ্রিজ, ষষ্ঠ ভিভো ভি ৪০ লাইট, সপ্তম ও অষ্টম স্মার্টফোন, নবম স্মার্ট ট্যাব, ১০ম স্মার্ট ওয়াচ ও পরবর্তী ১০ জন পাবেন আকর্ষণীয় পুরস্কার।

 

গত ১৭ জানুয়ারি উদ্বোধন হওয়া এই মার্কেটের নিচতলায় রয়েছে ল্যান্ড, শৈল্পিক, স্বদেশ পল্লী, ওয়েস্টউড, জেন্টলম্যান, আর্ট টাইম জোন। দ্বিতীয় তলায় রয়েছে হার্লেন, তৃতীয় তলায় ম্যাচিং টাচ, গুজেল, কালার্স, শিকড়। চতুর্থ তলায় রয়েছে পাঞ্জাবির জন্য আম্মাজান, খাদিঘর, এইচ স্কয়ার, ওয়ান ফ্যাশন, সারতাজ। পঞ্চম তলায় মোবাইলের জন্য রয়েছে ওয়ান প্লাস, ভিভো, ওপ্পো, টেকওন, ইনফিনিক্স, শাওমি, ওনর, রিয়েলমি ইত্যাদি। ষষ্ঠ তলায় জুতার কেনার জন্য রয়েছে বাটা, রাইচ, ফ্লাগশিপ ১৩৮, লোটো, প্লাস পয়েন্ট, বে ও এপেক্স। ইফতারের জন্য রয়েছে ফুডকোর্ট। এজন্য যেতে হবে সপ্তম তলায়। যেখানে রয়েছে ব্রোস্ট ক্যাফে, সাদিয়া’স কিচেন, ক্রিস্টাল কাপ। শপিং মলের প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই দেখা যাবে সুবিশাল ড্রপঅফ পয়েন্ট, আলাদা এন্ট্রি ও এক্সিট, দৃষ্টিনন্দন নান্দনিক এট্রিয়াম, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ আর ক্যাশলেস শপিং সাথে ইনস্ট্যান্ট ব্যাংকিংয়ের জন্য রয়েছে এটিএম বুথ ও সার্বক্ষণিক জেনারেটর সুবিধা।

 

মলটি ঘুরে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হয় পূর্বকোণের। হার্লেন নামের মেকআপ শপের চট্টগ্রাম বিভাগীয় এরিয়া ম্যানেজার মুহাম্মদ ইউসুফ সুমন বলেন, নতুন মার্কেট হিসেবে ঈদে আমরা বেশ সাড়া পাচ্ছি। ঈদ শপিংয়ের জন্য ফিনলে সাউথ সিটি ক্রেতাদের প্রথম পছন্দের হবে বলে আশা করি।

 

ফিনলে সাউথ সিটি শপিং মল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আয়ুব খান পূর্বকোণকে বলেন, ক্রেতাদের ক্রয়ের সুবিধার্থে আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। গাড়ি রেখে নিশ্চিন্তে আমাদের মার্কেটে শপিং করা যাবে। মার্কেট সকাল সাড়ে ১০ থেকে রাত দেড়টা পর্যন্ত খোলা থাকবে। চাঁদ রাত পর্যন্ত সাপ্তাহিক ছুটি থাকবে না।

 

তিনি বলেন, আমাদের মলটি নতুন ওপেনিং হওয়ায় ব্যবসায়ীরা অফার দিচ্ছেন। একেক দোকান একেকভাবে দিচ্ছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট