চট্টগ্রাম রবিবার, ১৬ মার্চ, ২০২৫

সর্বশেষ:

সিটি বাস টার্মিনাল প্রকল্প পুনরায় শুরু, কাজে ব্যাঘাত সৃষ্টি করছে সন্ত্রাসীরা

নওশের আলী খান

১৫ মার্চ, ২০২৫ | ১২:৪৪ অপরাহ্ণ

২০২৪ সালের ডিসেম্বরে চালু হওয়ার কথা ছিল চট্টগ্রাম সিটি বাস টার্মিনাল। সরকার পরিবর্তনে রাষ্ট্রের টালমাটাল অবস্থার কারণে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের কোন কাজ হয়নি। গত দেড় মাস ধরে পুনরায় কাজ শুরু হয়েছে। মাটি ভরাট শেষে মূল টার্মিনাল ভবনের নিচ তলার অধিকাংশ পিলার নির্মাণ সম্পন্ন হয়েছে। তবে কাজের গতি অত্যন্ত মন্থর।

 

গত ১৩ মার্চ দুপুরে সরেজমিন প্রকল্প এলাকা পরিদর্শনে গেলে কোন লোককে কাজ করতে দেখা যায়নি। তবে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন দৃঢ়তার সাথে বলেছেন এবছরের ডিসেম্বরে চালু হবে সিটি বাস টার্মিনাল। তিনি নিজে গত সপ্তাহে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন উল্লেখ করে বলেন, আসলে কাজে কিছু সমস্যা হচ্ছে। কিছু সন্ত্রাসী কাজে ব্যাঘাত সৃষ্টি করছে। পুলিশ গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আবার এসে হুমকি-ধমকি শুরু করে। এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি বলেন, অবশ্যই এবছর এই বাস টার্মিনাল উদ্বোধন হবে।

 

উল্লেখ্য, ১৯৯৫ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সিটি মাস্টার প্ল্যানে কুলগাঁও এলাকায় মোট ২৮ একর জমিতে একটি বাস টার্মিনাল নির্মাণের জন্য জায়গা বরাদ্দ রাখা হয়। তবে চসিক প্রাথমিকভাবে ৮ দশমিক ১০ একর জায়গা উন্নয়ন করে টার্মিনাল নির্মাণ করছে। প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য ২৬০ কোটি টাকা, ভূমি উন্নয়নে ৩ কোটি ৩৭ লক্ষ টাকা, অবকাঠামো উন্নয়নে ৭ কোটি ৫০ লাখ টাকা ও ড্রেনেজ ব্যবস্থাসহ ইয়ার্ড নির্মাণে ২৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই টার্মিনাল থেকে দূরপাল্লার ও আন্তঃনগর উভয় ধরনের বাসই ছাড়বে। টার্মিনালটিতে মোট ১৬০টি বাস-ট্রাক পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

 

এ ব্যাপাওে জানতে চাইলে প্রকল্প সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (সিভিল) রিফাতুল করিম চৌধুরী বলেন, প্রকল্পের মাটি ভরাট কাজ শেষ হয়েছে। বর্তমানে ইয়ার্ড, ভবন, সীমানা প্রাচীর ও ড্রেন নির্মাণ কাজ চলছে। এরইমধ্যে প্রকল্পের ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

 

তিনি আরো বলেন, প্রকল্পের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এতে কোন সমস্যা হবে না। মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া চলছে। প্রকল্পের ব্যয় বাড়ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ব্যয় বাড়বে না। নভেম্বরে কাজ শেষ হয়ে ডিসেম্বরে উদ্বোধন হবে সিটি বাস টার্মিনাল।

 

টার্মিনালে যা থাকছে: টার্মিনালের প্রবেশ পথে একটি ৩ তলা সুদৃশ্য ভবন থাকবে। এছাড়া, একটি সিটি বাস টার্মিনাল, একটি আন্তঃনগর বাস টার্মিনাল, ২৫টি যাত্রী বোর্ডিং লেন, ১৪টি অতিরিক্ত ওয়েটিং লেন, একটি বড় খোলা হল রুম এবং তথ্যকেন্দ্র, পুরুষ ও নারীদের জন্য টয়লেট, ২২টি টিকিট কাউন্টার, যাত্রীদের বসার জায়গা, ওয়াইফাই সুবিধা, লাগেজ রুম, ট্যাক্সি বুকিং রুম, ফাস্ট এইড স্টেশন, রেস্তোরাঁ, এসি বাসের যাত্রীদের বসার জায়গা, বাস-ট্রাক মালিকদের জন্য অফিস এবং বাস কর্মচারীদের আবাসন কক্ষ থাকবে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট