চট্টগ্রাম সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

চান্দগাঁয়ে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক 

২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:২০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো-নোয়াখালী জেলার সদর থানাধীন সোনাপুর আবুল কালামের বাড়ির মৃত আবুল কালামের ছেলে ফখরুল ইসলাম (৩০), নগরীর পাঁচলাইশ প্রবর্তক মোড় এলাকা ভসমান আবু সুফিয়ানের ছেলে মো. শাহীন (১৯), নোয়াখালী জেলার চাটখীল থানাধীন খেজুরতলী এলাকার মো. রমজানের ছেলে মো. মানিক প্রকাশ রিয়াদ (২৮) ও খাগড়াছড়ি জেলার পানছড়ি থানাধীন সনটিলা এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর (৩৬)। তারা সকলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় থাকতেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন। তিনি বলেন, আজ সকালে বহদ্দারহাট এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট