চট্টগ্রাম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম অক্সিজেন-হাটহাজারী মহাসড়ক

গাড়ি চলে না ঘণ্টার পর ঘণ্টা, অসহনীয় যানজট

খোরশেদ আলম শিমুল, হাটহাজারী

১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম অক্সিজেন-হাটহাজারী ব্যস্ততম মহাসড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন জেলাসহ ২৬টি রোডের কয়েক হাজার ছোট-বড় গাড়ি চলাচল করে। কিন্তু সড়কের প্রতি কিলোমিটারে রয়েছে একটি করে বাজার। এছাড়া সড়ক দখল করে মালামাল রাখা, ফুটপাত দখল ও যত্রতত্র যাত্রী ওঠানামা ছাড়াও রয়েছে অবৈধ বাসস্ট্যান্ড। এসব কারণে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকে। যানজটে দীর্ঘক্ষণ বসে থেকে চরম অতিষ্ঠ যাত্রীরা। অথচ যাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কথা তারা ‘যেন ঘুমিয়ে’ আছেন?

 

যানজট না হলে মুরাদপুর থেকে হাটহাজারীতে আসতে সময় লাগে সর্বোচ্চ ৩০ মিনিট। কিন্তু এ সড়কের অক্সিজেন, বালুচড়া, আমানবাজার, বড় দীঘিরপাড়, হাটহাজারী বাসস্টেশনে দীর্ঘ যানজটের কারণে হাটহাজারীতে আসতে সময় লাগছে ঘণ্টার পর ঘণ্টা। যানজটের প্রধান কারণ হল মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিং, বিভিন্ন মিনিবাস ও (হিউম্যান হলার) সার্ভিসের অবৈধ স্ট্যান্ড, সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে দীর্ঘক্ষণ গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো, হকারদের ফুটপাত দখল ও ট্রাফিক পুলিশের কার্যকর পদক্ষেপ না থাকা।

 

অক্সিজেন-হাটহাজারী মহাসড়ক দুই পার্বত্য জেলা রাঙামাটি-খাগড়াছড়ির জন্য গুরুত্বপূর্ণ। অথচ এ মহাসড়কের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাজার পর্যন্ত ১২ কিলোমিটারে ১২ হাটবাজার। এগুলো হল হাটহাজারী বাজার, হাটহাজারী বাসস্টেশন, মদনহাট, ইসলামিয়াহাট, নন্দীরহাট, চৌধুরীহাট, বড়দীঘির পাড়, লালিয়ারহাট, আমানবাজার, বালুছড়া, বটতল ও অক্সিজেন বাজার। সড়কের মধ্যে অবৈধভাবে যত্রতত্র গড়ে তোলা হয়েছে এসব বাজার।

 

সরেজমিনে দেখা যায়, বাজার এলাকায় দোকানের মালামাল ফুটপাত দখল করে রাখা হয়েছে, ফলে মানুষ সড়কে চলাচল করছে। এর সঙ্গে যোগ হয়েছে সিএনজিচালিত অটোরিকশা, বাস ও মিনিবাসের (হিউম্যান হলার) দাঁড়িয়ে যাত্রী ওঠানামা। হাটহাজারী বাসস্টেশন জিরো পয়েন্ট, শেরেবাংলা মাজার গেট, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মেডিকেল গেট পর্যন্ত যানজট লেগেই থাকে।

 

অপরদিকে বাসস্টেশন এলাকায় চারলেন মহাসড়কের দুটিলেনে অভ্যন্তরীণ বিভিন্ন রোডের জিপ (চাঁদের গাড়ি) ও যানবাহন পার্কিং করে রাখা হয়। হাটহাজারী সদরে অবৈধ ব্যাটারিচালিত রিকশা বেড়েছে অনিয়ন্ত্রিতভাবে। এসব গাড়িও সদরে যানজট সৃষ্টি করছে। বাসস্টেশন জিরো পয়েন্ট ছাড়াও হাটহাজারী বাজারের ত্রিবেণী মোড়, কলেজ গেট, বালুচড়া, আমান বাজার, ও বড়দীঘির পাড়, চৌধুরীহাট ও ফতেয়াবাদে যানজট লেগেই থাকে।

 

একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত মো. মোরশেদের সঙ্গে কথা হলে তিনি জানান, বাড়ি থেকে প্রতিদিন আসা-যাওয়া করতে হয়। কিন্তু হাটহাজারী বাসস্ট্যান্ডের ভয়াবহ যানজটের কারণে বেশিরভাগ সময় চলে যায়। সময়মতো অফিসে পৌঁছাতে না পারায় বেতন থেকে টাকা কেটে রাখা হয়।

 

পশ্চিম গড়দুয়ারা এলাকার মো. ইকবাল আক্ষেপ করে বলেন, যানজটের কারণে এক ঘণ্টা বেশি সময় নিয়ে বাড়ি থেকে বের হতে হয়। একটি দিনও যানজট ছাড়া নেই। এসব দেখার কেউ নেই?

 

স্থানীয়রা জানান, অবৈধ গাড়ি পার্কিং, বাসস্ট্যান্ড, হাটবাজার উচ্ছেদ করতে হবে। তাদের জেল-জরিমানার আওতায় আনতে হবে। দুদিন অভিযান চালিয়ে উচ্ছেদ করার পর আবারও দেখা যাবে সড়ক দখল হয়ে গেছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম মশিউজ্জামান জানান, হাটহাজারী অক্সিজেন সড়ক যানজটমুক্ত করতে দ্রæত অভিযান পরিচালনা করা হবে।

 

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান পূর্বকোণকে বলেন, হাটহাজারী থেকে অক্সিজেন পর্যন্ত গড়ে উঠেছে অসংখ্য বাজার। সড়কে হাট ও অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে থাকার কারণে যানজট নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসব হাটবাজার সড়ক থেকে সরানোর জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

 

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সিরাজুল ইসলাম বলেন, হাটহাজারীর সড়ক যানজট মুক্ত রাখতে নির্দেশ দেওয়া আছে। ইউএনওকে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট