
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার ইয়াছিন হাজির বাড়ি সমাজ কমিটির নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে তফসিল ঘোষণা অনুসারে নির্বাচন কমিশন কর্তৃক কমিশনারের অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আবু বক্কর সিদ্দিক, সহকারী কমিশনার মো. মনসুর আলম ও আলী হোসেন সওদাগরসহ মহল্লার গন্যমান্য ব্যক্তিরা। এছাড়া নির্বাচন কমিশনের সদস্য মো. আলী, রুবেল হোসেন , মো. মহসিন সওদাগর, গোলাম মোস্তফা বাচ্চু উপস্থিত ছিলেন ।
এতে প্রথম দিন সভাপতির পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মো. নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক পদের শাকিল আহমেদ মুন্না, যুব ও ক্রীড়া পদে মো. কায়সার ও আমিনুল হক হিরূ, অন্যান্য পদে মো, জালাল উদ্দিন , মো. কাউসার সওদাগর, মো. রুবেল প্রমুখ।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক বলা হয় -১০ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম বিতরণ অব্যাহত থাকবে। মনোনয়নপত্র দাখিল ও প্রত্যাহারের সময় ১১ ও ১২ ফেব্রুয়ারি। ১৩ ফেব্রুয়ারি প্রতীক প্রার্থীদের মাঝে বন্টন করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি।
পূর্বকোণ/ইব