
চট্টলদরদী মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকের জন্য মনোনীত হওয়ায় আমরা গর্বিত; আমরা আনন্দিত। এর মধ্য দিয়ে প্রায় তিন দশক ধরে সমাজসেবায় অসামান্য অবদান রাখার স্বীকৃতি পেলেন চাটগাঁর এই কৃতী সন্তান।
আমৃত্যু নীরবে-নিভৃতে চট্টগ্রামের জন্য কাজ করে গেছেন মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী। কোন স্বীকৃতি বা পদকের আশায় এসব কাজ করেননি তিনি। চট্টগ্রামের প্রতি ভালোবাসা, চট্টগ্রামের মানুষের প্রতি মমত্ববোধ থেকেই এসব কাজ করেছেন তিনি।
তবে তার কাজের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন এই অঞ্চলের মানুষ। মৃত্যুর পর হলেও তাকে একুশে পদকের জন্য মনোনীত করে চট্টগ্রামবাসীর সেই দাবির প্রতি সম্মান দেখালো নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।
ব্যক্তিজীবনে মোহাম্মদ ইউসুফ চৌধুরী পরোপকারী, ন্যায়নিষ্ঠ ও নৈতিকতায় পূর্ণ ছিলেন। আমাদের জীবনযাপনেও তিনি এসব অনুশীলনের কঠোর নির্দেশনা দিয়ে গেছেন। আমি বাবার নীতি-আদর্শ, শিক্ষানুরাগী ও মানবসেবার মানসিকতা চর্চা করে যাচ্ছি।
পূর্বকোণ/ইব