চট্টগ্রাম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মানিকছড়ির ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চান্দগাঁওয়ে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:২৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মোস্তাফিজুর রহমানকে (৩১) গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার মোস্তাফিজ খাগড়াছড়ির মানিকছড়ি থানার মুসলিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

রবিবার (২ ফেব্রুয়ারি) চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০১৯ সালে ২০ জানুয়ারি পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ঝালমুড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে মুসলিমপাড়া এলাকার শ্মশান মাঠে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মোস্তাফিজ। পরে ওই শিশুর পরিবার তার বিরুদ্ধে মানিকছড়ি থানায় একটি মামলা করেন। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৬ বছর নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন ছিল সে। গ্রেপ্তার মোস্তাফিজকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাগড়াছড়ি মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন