রূপান্তরমূলক পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে ওয়াটারএইড বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহায়তায়, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে’র বাস্তবায়নে ওয়াশ ফর আরবান পুওর প্রকল্পের দ্বিতীয় ধাপে ‘কনসালটেশন অন জেন্ডার ট্রান্সফরমেটিভ ওয়াশ’ শীর্ষক কর্মশালা গতকাল নগরীর টাইগারপাস চট্টগ্রাম সিটি কর্পোরেশন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পের দ্বিতীয় ধাপের লক্ষ্য হল প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু–সহনশীল ও ওয়াশ কার্যক্রমে সবার সুযোগ বৃদ্ধির মাধ্যমে নির্দিষ্ট সম্প্রদায়ের সংশ্লিষ্ট সমস্যা লাঘব করা।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, যুগ অনুযায়ী আমরা জেন্ডার ইস্যু এবং কমিউনিটি বেইজড অবকাঠামোর দিক থেকে অনেক পিছিয়ে আছি। সকলের সমন্বয়ে কমিউনিটিকে ভয়েজ রেইজ করতে হবে, সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে।
বিশেষ অতিথি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, সমাজে আমরা এখনও নারীদের জন্য নিরাপদ জোন তৈরি করতে পারিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন দেশের স্বার্থে জনগণের স্বার্থে সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করে যেতে চায়।
ডিএসকে ডিরেক্টর (ওয়াশ) এম এ হাকিম এর সভাপতিত্বে ও ডিএসকের প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাতের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের প্রজেক্ট কো-অডিনেটর মো. মামুন চৌধুরী। এছাড়া তুনানজিনা হক কর্মশালার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, সিডিএ, সিটি কর্পোরেশন প্রতিনিধি, থানা শিক্ষা অফিস, স্কুল, মাদ্রাসা প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, আইন শালিশ এবং সিবিও প্রতিনিধিবৃন্দ।
পূর্বকোণ/ইব