চট্টগ্রাম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ না হলে গণপরিবহণ বন্ধের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৫ | ১১:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধ না হলে যে কোনো সময় গণপরিবহন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বৃহত্তর চট্টগ্রামে গণ-পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

বুধবার দুপুরে শাহ-আমানত সেতু এলাকায় ঈগল এক্সপ্রেসের কাউন্টারে সন্ত্রাসী হামলা চালিয়ে মালিক-শ্রমিকদের জখমের প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়।

ঐক্য পরিষদের আহ্বায়ক মোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঈগল এক্সপ্রেসের কাউন্টারে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, একদল চাঁদাবাজ ধারালো অস্ত্র নিয়ে ঈগল এক্সপ্রেসের কাউন্টারে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে গণপরিবহন মালিক ও শ্রমিকরা আহত হয়েছেন। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই সন্ত্রাস-চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধ করা না হলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গণ-পরিবহন সেক্টরে যেকোন সময় অচল অবস্থা সৃষ্টি হতে পারে। তখন পরিবহন মালিক শ্রমিকদের দায়ী করা যাবে না।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি প্রফেসর কফিল উদ্দীন আহমেদ, সহ-সভাপতি একরামুল করিম, ঐক্য পরিষদের উপদেষ্টা মৃণাল চৌধুরী, অলি আহমেদ, সদস্য সচিব মো. মুছা, মো. শওকত আলী, মো. খোরশেদুল আলম, আহসান উল্ল্যাহ চৌধুরী, মো. জিয়াউদ্দীন শরীফ মিজান, মো. রায়হান, মো. নুরুল ইসলাম, মো. শাহজাহান, মো. হাবীবুর রহমান চৌধুরী, মো. আলাউদ্দীন, মো. সুজন বিশ্বাস, মো. জাহাঙ্গীর, মো. মাহাবুব, মো. আনোয়ার, মো. মহিউদ্দীন, মো. রাশেদ, টিটু চৌধুরী, মো. আকতার প্রমুখ।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট