চট্টগ্রাম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রামে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৫ | ১:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর রাঙ্গুনিয়া থানার হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

গ্রেপ্তারকৃতরা হলো- বরগুনা জেলার আমতলী থানার ছোট নীলগঞ্জের ইসমাইল হোসেনের ছেলে মো. জহিরুল ইসলাম (৩৩) ও চট্টগ্রামের রাউজান থানার উনসত্তর পাড়ার শ্রী রাম দাশের ছেলে রুবেল দাশ (৩০)।

 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নগরীর চান্দগাঁও ও রাউজান থানা এলাকায় পৃথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, বরগুনা জেলার আমতলী থানার যৌতুক মামলাসহ তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি বহদ্দারহাট এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। জহিরুল ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৫ বছর ধরে নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

 

অপরদিকে রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার আসামি রাউজানের পাহাড়তলী এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল দাশকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট