চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

প্যারেড মাঠে ৫ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৫ | ১২:০৩ অপরাহ্ণ

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ৫ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু হতে যাচ্ছে আজ। নগরীর চকবাজার প্যারেড মাঠে বাদে মাগরিব এই মাহফিল শুরু হবে। মাহফিলের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল রবিবারও নগরব্যাপী মাইকিং করা হয়েছে। এদিন মাহফিলের মঞ্চ ও ময়দানের প্রস্তুতির কাজ পরিদর্শন করেছেন জামায়াত নেতারা।

 

এ সময় জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, এই ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল একটি ধর্মীয় মাহফিল। মহাগ্রন্থ আল কুরআনের দাওয়াত মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়। জাতি ধর্ম-বর্ণ ও দল নির্বিশেষে সকলেই এ মাহফিলে অংশগ্রহণ করে থাকে।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরীর নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, উত্তর জেলার সাবেক আমির অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, ডা. ছিদ্দিকুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম, ছাত্রশিবির মহানগর উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েল, দক্ষিণ সভাপতি ইব্রাহিম রনি প্রমুখ।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট