চট্টগ্রাম সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

ডাকাতের আস্তানায় মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৫ | ৭:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে ডাকাতদের একটি গোপন আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা গুলি থানা থেকে লুট করা বলে ধারণা করছে পুলিশ।

 

নগরীর ডবলমুরিং থানার ঝর্নাপাড়া ঢেবার পাড় এলাকায় শনিবার (২৫ জানুয়ারি) রাতে পুলিশ এ অভিযান চালায়।

 

জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—১৬ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স টু চায়না রাইফেলের গুলি, ১ রাউন্ড কার্তুজ, ১টি কিরিচ, ১টি টিপ ছোরা, ১টি ট্রিবিল ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ১টি হাতুড়ি এবং ১টি বিদেশি মদের খালি বোতল।

 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ বলেন, ঢেবার পাড় এলাকায় শাহজালাল নামে এক ব্যক্তিকে ধরতে আমরা অভিযানে গিয়েছিলাম। তাকে পাওয়া না গেলেও তার বাসায় তল্লাশি চালিয়ে গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

ওসি বলেন, উদ্ধার করা বুলেটগুলো পুলিশের। আমাদের ধারণা গত ৫ অগাস্ট বিভিন্ন থানায় হামলা ও লুটপাটের সময় সেগুলো লুট হয়েছিল। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান ওসি।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট