চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৬ জানুয়ারি) ভোর সোয়া ৪টায় ফরিদারপাড়া কবরস্থান সংলগ্ন মাজার গলির মুখে পরিত্যক্ত একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল- নূর মোহাম্মদ (৪০), মো. আনোয়ার হোসেন (২২), আব্দুল হান্নান (৫৫), মো. রুবেল (২৫) ও মো. নাছির উদ্দিন (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) আফতাব উদ্দিন।
তিনি জানান, আজ ভোরে ফরিদারপাড়া কবরস্থান সংলগ্ন মাজার গলির মুখে পরিত্যক্ত একটি ফ্ল্যাট থেকে জুয়া খেলার সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৪টি তাস ও ৭৯০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ