চট্টগ্রাম রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার দুটি প্যানেল

আদালত প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৫ | ১:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার চট্টগ্রামের আইনজীবীগণ দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএনপি ও জামায়াত এবারও যৌথভাবে প্যানেল ঘোষণা করেছে। আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জাতীয়াতাবাদী ভাবধারা ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দাবি করা আইনজীবী ঐক্য পরিষদ সম্পাদকীয় ১০ টি ও নির্বাহী সদস্যপদের ১১টি পদের মধ্যে সবকটি পদে প্রার্থী দিয়েছে।

 

অপরদিকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করা আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সম্পাদকীয় ও নির্বাহী সদস্যপদের সবকটিতে প্রার্থী ঘোষণা দিলেও নির্বাচন কমিশন নির্বাহী সদস্যপদের দুইজনের প্রার্থিতা বাতিল করেছে। আইনজীবীরা জানিয়েছেন, নির্বাহী সদস্যের দুইজনের প্রার্থিতা অবৈধ ঘোষিত হওয়ায় এই প্রথম সমন্বয় পরিষদ অপূর্ণাঙ্গ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে।

 

অপরদিকে মুক্তিযুদ্ধ ও প্রগতিশীল ভাবধারায় বিশ্বাসী দাবি করা আইনজীবীদের আরেক সংগঠন সমমনা আইনজীবী সংসদ বিগত কয়েক বছরের মত এবারও নির্বাচনে কোনো প্রার্থী দিচ্ছে না। এদিকে সমিতির নির্বাচন উপলক্ষে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গত শনিবার ৪১ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করেছে বলে পূর্বকোণকে জানিয়েছেন মুখ্য নির্বচনী কর্মকর্তা অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান।

 

সম্পাদকীয় ১০ পদের জন্য ২১ প্রার্থী ও নির্বাহী ১১ পদের জন্য ২০ প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে। দুই প্যানেলসূত্রে জানা গেছে, এবার আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থী হলেন যথাক্রমে অ্যাডভোকেট আব্দুস সাত্তার ও মোহাম্মদ হাসান আলী চৌধুরী। সমন্বয় পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন যথাক্রমে অ্যাডভোকেট মো. আব্দুর রশীদ ও মো. ফখরুদ্দিন জাবেদ।

 

নির্বাচনী কর্মকর্তা মো. নুরুদ্দিন আরিফ চৌধুরী পূর্বকোণকে বলেন, রবিবার (আজ) প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কেউ ইচ্ছে করলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

 

নির্বাচন কমিশনের তালিকায় এবারের নির্বাচনে সম্পাদকীয় পদের বৈধ প্রার্থীদের তালিকা হলো-

সভাপতি পদে আবদুস সাত্তার ও মো. আবদুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি কাজী মো. সিরাজ ও মোহাম্মদ নুরুল আলম। সহ-সভাপতি- আলমগীর মোহাম্মদ ইউনুস ও জামাল হোসেন। সাধারণ সম্পাদক- মোহাম্মদ ফখরউদ্দিন জাবেদ ও মোহাম্মদ হাসান আলী চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন আহমেদ চৌধুরী, মো. আকতারুজ্জামান রুমেল ও মো. ফজলুল বারী।

 

অর্থ সম্পাদক গোলাম মোহাম্মদ কাদের আলী শাহ ও মোহাম্মদ আনোয়ার হোসেন, গ্রন্থাগার সম্পাদক মো. আরিফউদ্দিন চৌধুরী ও তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক- আশরাফি বিনতে মোতালেব ও ফৌজিয়া আফরোজ, ক্রীড়া সম্পাদক- এ জে এম রাবত হোসেন ও মো. মঞ্জুর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- আব্দুল জব্বার ও মো. রবিউল আলম, নির্বাহী সদস্য আহসান উল্লাহ মানিক, আসমা খানম, বিবি ফাতেমা, হেলাল উদ্দিন, কাজী শাহেদ চৌধুরী, মেজবাহ উল আলম আমীন, মো. ইমরান উদ্দিন, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়াতুল করিম, মো. সাহেদ হোসেন, মির্জা মো. ইকবাল হোসেন, মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ শাহ মোয়াজ্জেম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মনির আহমেদ মামুন, মুহাম্মদ বাবুলুর রশীদ, পারভিন আক্তার, রাহিলা গুলশান, শাদাত হোসেন ও জান্নাতুল মাওয়া কাজল।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট