চট্টগ্রাম মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

২৯ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

অনলাইন ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২৫ | ১১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামে কর্ণফুলীর শিকলবাহা থেকে পাঁচ হাজার ৬৯০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত রিফাত উদ্দিন (২১) গাজীপুর টঙ্গী এলাকার রফিকুল ইসলামের ছেলে। 

 

র‍্যাব জানায়, শিকলবাহা এলাকায় র‍্যাবের অস্থায়ী চেকপোস্টে সন্দেহজনক ICONIC EXPRESS বাসটি তল্লাশি চালালে সে সময় বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন রিফাত। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে বাসের সিটের নিচে একটি ব্যাগে ইয়াবা রাখার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী বাসের সিটে রাখা ১টি ব্যাগ থেকে পাঁচ হাজার ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা বলে জানা যায়।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট