চট্টগ্রাম শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

দেশের যে কোন ক্রাইসিসে জিয়া পরিবার হাল ধরেছে : মেয়র শাহাদাত

অনলাইন ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২৫ | ২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশ নায়ক তারেক রহমান সবসময় দেশের ক্রাইসিসে ভূমিকা রেখেছেন। জিয়া পরিবার দেশের ক্রাইসিসে হাল ধরেছেন। ‘৯০ এর ক্রাইসিস এবং ‘২৪ এর ছাত্র আন্দোলনের ক্রাইসিসে জিয়া পরিবারের প্রজন্ম তারেক রহমান হাল ধরেছেন। তাই আজকের এই যে বিশ্লেষণ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমনভাবে ১৬ কোটি মানুষের হৃদয়ে আছে উনার নাম মুছে ফেলা কোনক্রমেই সম্ভব না।

 

বুধবার (২২ জানুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগর যুবদল আয়োজিত বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর রয়েছে । সেখানে শহীদ জিয়া শেষ স্মৃতি আছে। এ স্মৃতিগুলো আমাদের নতুন প্রজন্মকে দেখতে হবে। জানতে হবে। তাহলে ওনার সম্পর্কে আমরা ভালো জানতে পারব। তিনি কি পরিমাণ দেশপ্রেমিক ছিলেন।আরাফাতের ময়দানে যারা হজ্ব করতে গেছেন, এমন কোন হাজি নেই নিম গাছের নিচে গিয়ে জিয়াউর রহমানের জন্য দোয়া করেন না।

 

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সৎ দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা। তিনি শাহাদাত বরণের পর দলের হাল ধরেন আর স্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি গৃহবধূ থেকে রাজপথে নেতৃত্ব দিয়ে ৮০ এর দশকে ছাত্রদলকে বাংলাদেশের জনপ্রিয় ছাত্র সংগঠনের পরিণত করেছিল। ওনার সময় ৯৯ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদে বিজয় অর্জন করেছিল ছাত্রদল। মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

 

বিশেষ আলোচক ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির সদস্য মো. কামরুল ইসলাম, সাবেক বন ও পরিবেশবিষযক সম্পাদক আমিন মাহমুদ, পশ্চিম বাকলিয়া বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সেকান্দর হোসেন ও কোতোয়ালি থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাসান। উপস্থিত ছিলেন শহিদুল্লাহ শাহজাহান, শাহেদ বক্সস, জিএম আইয়ুব খান, মনজুরুল আলম মনজু, মো. গিয়াসউদ্দিন, ভূইয়া, আমিন মাহমুদ, ইব্রাহিম বাচ্চু, মো খোরশেদ আলম, গিয়াসউদ্দিন, শেখ মোহাম্মদ আলাউদ্দিন, এডভোকেট নেজাম উদ্দিন, মো. পিয়ার আহমদ, মো. লুৎফুর, মো. খোরশেদ, জিয়াউল হক মিন্টু, কামাল উদ্দীন, মো. ইদ্রীস, শেখ কামাল আলম, মো. সালাহ উদ্দিন প্রমুখ।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট