চট্টগ্রাম শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

সবজির বাজারে যেন ‘শায়েস্তা খাঁর আমল’

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৫ | ১১:৪৭ পূর্বাহ্ণ

সপ্তদশ শতকের শেষ দিকে প্রায় দুই যুগ বাংলা শাসন করেছিলেন সুবেদার শায়েস্তা খাঁ। কথিত আছে, সেসময় শাক-শবজি ও ফসলের এত বেশি ফলন হয়েছিল যে এক টাকাতেই মিলত আট মণ চাল। সাড়ে তিনশ বছর পর ফের যেন সেই ‘শায়েস্তা খাঁর আমল’ ফিরে এসেছে কাঁচাবাজারে।

 

তবে কালের বিবর্তনে মুদ্রামানের ব্যাপক পতন ঘটায় এখন আর কিছুই মিলে না এক টাকায়। ‘এক টাকা’য় না হলেও বন্দরনগরে অল্প দামেই মিলছে নানা সবজি। মাস চারেক আগেও যেখানে অধিকাংশ সবজিরই দাম ছিল ১০০ টাকার বেশি, সেখানে এখনকার বাজারে সেই ১০০ টাকাতেই মিলছে অন্তত চার কেজি সবজি।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নগরীর অক্সিজেন, আতুরার ডিপো, বহদ্দারহাট, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স, কাজীর দেউড়িসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। মূলত শীতের নানা সবজিতে ভরপুর চট্টগ্রামের কাঁচাবাজার। নভেম্বরের শুরু থেকেই নিম্নমুখী দাম। ডিসেম্বরে সেই দাম নেমে যায় ৫০ টাকার নিচে। জানুয়ারিতে আরও কমে সবজির দাম।

 

গতকাল বৃহস্পতিবার কাঁচাবাজারে ৫০ টাকার বেশি দাম কেবল তিন সবজির। বাকি সবজির দাম ২০ থেকে ৪০ টাকার মধ্যে। এরমধ্যে ৩০ টাকার মধ্যে দাম আট সবজির। এসব সবজির মধ্যে রয়েছে আলু, ফুলকপি, শিম, বাঁধাকপি, মুলা, লাউ, শালগম ও মিষ্টি কুমড়া। এরমধ্যে আলু ২৫, ফুলকপি ৩০, শিম ৩০, বাঁধাকপি ২০, মুলা ২০, লাউ ৩০, শালগম ৩০ ও মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে। এর বাইরে কাঁচা মরিচ, বেগুন ও টমেটো ৪০, শিমের বিচি ৯০, বরবটি এবং পেঁপে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

পাইকারির পর খুচরায়ও কমেছে পেঁয়াজের দাম। নগরে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মশলাজাত পণ্যটি। অপরিবর্তিত আছে আদা-রসুনের দাম। ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পণ্যদুটি।

 

এদিকে আবারও বেড়েছে দেশি মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা বেড়ে ৫৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি মুরগি। এর বাইরে ব্রয়লার মুরগি ১৯০ এবং সোনালি ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

এদিকে দাম কমেছে পাঙ্গাস, বেলে, লইট্টাসহ কয়েকটি মাছের। নগরে তেলাপিয়া ১৮০-২২০, লইট্টা ২০০, বেলে ২৮০, নারকেলি ২৬০, রুপচাঁদা ৬০০-৯০০, তাইল্যা ৫৫০, কোরাল ৬০০, রুই আকার ভেদে ৩০০-৩৬০, কাতল ২৮০-৩৫০ এবং লাল পোয়া ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট