চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকার একটি বাসা থেকে ২২ লাখ টাকার স্বর্ণলঙ্কার চুরির ঘটনায় গৃহপরিচাকা সেলিনা আক্তার আফিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) টেকনাফ থানাধীন সাবরাংয়ের কোয়াংছড়ি পাড়ায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, গত ৯ জানুয়ারি মো. মাহবুবুর রহমান তার গৃহপরিচারিকা সেলিনা আক্তার আফিয়াকে রেখে স্ত্রী সন্তানসহ ঘুরতে বের হন। সন্ধ্যায় ঘরে এসে দেখেন সেলিনা আক্তার আফিয়া আলমারির ড্রয়ারের তালা ভেঙে ১ লাখ টাকা ও ড্রয়ারে রাখা আড়াই ভরি ওজনের এক জোড়া স্বর্ণের বালা, সাড়ে ১২ ভরি ওজনের ৩টি স্বর্ণের গলার সেট চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা। এ ঘটনায় ২১ জানুয়ারি তিনি থানায় মামলা দায়ের করেন। গতকাল বুধবার টেকনাফ থানাধীন সাবরাংয়ের কোয়াংছড়ি পাড়ায় অভিযান পরিচালনা করে গৃহপরিচাকা সেলিনা আক্তার আফিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে সাড়ে ১২ ভরি ওজনের স্বণালঙ্কার উদ্ধার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর