হাংগার কমিটি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫বি৪ আয়োজনে ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণের অংশ হিসেবে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের নগরীর কাজির দেউরি মোড় ও সিআরবি এলাকার বেশকিছু ক্ষুধার্তদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ।
উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম পি এম জে এফ, লায়ন মো: ইলিয়াস করিম গভর্ণর এডভাইজর, লায়ন পারভীন মাহমুদ এফ সি এ, পি এম জে এফ, (আর সি হেড কোয়ার্টার), লায়ন খোরশেদ আলম আর সি, (হেড কোয়ার্টার), লায়ন সাব্বির আহমেদ আর সি, ও হাংগার চেয়ারপার্সন ,লায়ন স্বপন কুমার বিশ্বাস আর সি, লায়ন এডভোকেট শেখর দত্ত আর সি, লায়ন আবদুল্লাহ মাহমুদ আর সি, লায়ন মীর্জা মো. মুনসুরুল হক এর সি, লায়ন মো. আবদুল্লাহ মোহাম্মদ নুরুউদ্দীন আর সি, লায়ন মো. আখতারুজ্জামান জেড সি, লায়ন মো. শওকত হোসেন জেড সি প্রমুখ।
পূর্বকোণ/এএইচ