চট্টগ্রামের বায়েজিদে বিআরটিএ’র অভিযানে ফিটনেসবিহীন ৬ গণপরিবহন চালককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বায়েজিদ এলাকায় সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা আদায় হয়।
বিআরটিএ চট্টগ্রাম বিভাগের আওতাধীন আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এই অভিযান পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. রেজোয়ান শাহ্ ।
অভিযানে ৬টি ফিটনেসবিহীন বাস, রাইডার ও লেগুনার চালককে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ।
পূর্বকোণ/আরআর/এএইচ