ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে চট্টগ্রামের প্রায় দুই ডজন যুবদল নেতা গত দুই দিনে শীর্ষ দুই পদের জন্য জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। তাদের থেকে বাছাই করে খুব সহসা চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব পদে নাম ঘোষণা করবে কেন্দ্র। তিন দিনব্যাপী জীবন বৃত্তান্ত গ্রহণের আজ (১৬ জানুয়ারি) শেষ দিন।
এর আগে গত ১৩ জানুয়ারি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে শীর্ষ দুই পদের জন্য আগ্রহী নেতাদের জীবন বৃত্তান্ত যুবদলের কেন্দ্রীয় দপ্তর সেলে জমাদানের নির্দেশ দেন। তারই আলোকে গত ১৪ জানুয়ারি থেকে জীবন বৃত্তান্ত গ্রহণ শুরু করেছে কেন্দ্র।
১৬ জানুয়ারির মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ রাজনৈতিক বৃত্তান্ত জমা দেওয়ার জন্য বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ওই জেলাসমূহে নতুন কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্ট জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব পদে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ রাজনৈতিক বৃত্তান্ত (২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন-সংগ্রামে নিজের ভূমিকা সম্পর্কিত তথ্য উল্লেখপূর্বক পিডিএফ ফাইল আকারে তিন দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রের এ ঘোষণার পর যুবদলের দুই শীর্ষ পদের জন্য গত দুই দিনে প্রায় দুই ডজন যুবদল নেতা তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। আজ (১৬ জানুয়ারি) শেষ দিনে আরো বেশ কয়েকজন নেতা জীবন বৃত্তান্ত জমা দেবেন বলে জানা গেছে। এদিকে গতকাল ১৫ জানুয়ারি পর্যন্ত দুইদিনে চট্টগ্রাম মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব পদে আসতে আগ্রহী প্রায় ১০ যুবদল নেতা তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এরমধ্যে আহ্বায়ক পদে কয়েকজন হলেন, নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ, নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, ২নং সহ সভাপতি শাহেদ আকবর প্রমুখ।
অপরদিকে সদস্য সচিব পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন নগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, কোষাধ্যক্ষ নুর হোসেন উজ্জ্বল, খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক গুলজার হোসেন প্রমুখ। প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবদলের কমিটি।
এর আগে, ২০১৮ সালের ১ জুন মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের ৫ সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। এর চার মাসের মাথায় ঘোষণা করা হয় ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। এদিকে চট্টগ্রাম মহানগরের মতো উত্তর ও দক্ষিণ জেলা থেকেও প্রায় এক ডজনের বেশি যুবদল নেতা জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন বলে জানা গেছে।
জানতে চাইলে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল দৈনিক পূর্বকোণকে বলেন, খুব সহসা চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কেন্দ্র। তার আগে আগ্রহী যুবদল নেতাদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হচ্ছে। তিন দিনব্যাপী জীবন বৃত্তান্ত গ্রহণের ১৬ জানুয়ারি (আজ) শেষ দিন। এর পর কমিটি ঘোষণার পরবর্তী কার্যক্রম শুরু করবে কেন্দ্র।
পূর্বকোণ/ইব