বহদ্দারহাট থেকে মাশিনু মারমা নামে আহত ও মুমূর্ষু পোশাককর্মী উদ্ধার
বহদ্দারহাট এলাকা থেকে মাশিনু মারমা (কীর্তি) নামে আহত ও মুমূর্ষু এক পোশাককর্মীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে স্থানীয়রা। সোমবার ( ১৩ জানুয়ারি) রাত সাড়ে আটটার সময় তাকে ফ্লাইওভারের প্রবেশ মুখ থেকে উদ্ধার করার পর চমেকের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
আহত মাশিনু মারমা (কীর্তি) খাগড়াছড়ি সদরের ধর্মঘর তংথাক পাড়ার উগ্য মারমার মেয়ে। মাশিনু মারমা ইয়ং ওয়ান কোম্পানিতে অপারেটর পদে কর্মরত আছেন বলে জানা গেছে।
মাশিনু মারমার আত্মীয় জয় মারমা বলেন, মাশিনু মারমার মা গত বছর থেকে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। মায়ের চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাওয়া মেয়েটা আজ আহত হয়ে হাসপাতালে। তবে সে কিভাবে আহত হয়েছে এখনও আমরা জানতে পারিনি।কেউ কেউ বলছে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি সূত্রে নিশ্চিত হওয়া গেছে, মাশিনু মারমাকে আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি ও আঘাত গুরতর হওয়ায় পরবর্তীতে ২৮ নং ওয়ার্ডে রেফার করা হয়েছে ।
পূর্বকোণ/রাজীব/পারভেজ