চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আমিরুল মোস্তফাকে নোয়াখালীর চৌমুহনীর সরকারি সালেহ আহমেদ কলেজে বদলি করা হয়েছে। তার জায়গায় অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিনকে প্রেষণে পদায়ন করা হয়েছে। নওগাঁ সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান তিনি।
গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি কলেজ-২) মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তারাসহ শিক্ষা ক্যাডারের ১৪ জন কর্মকর্তাকে বদলির এ তথ্য জানা যায়। তবে রোববার তাদের বদলির এই প্রজ্ঞাপন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন নিয়োগ পাওয়া সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন ষোড়শ বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা। নওগাঁ সরকারি কলেজের আগে তিনি নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ এবং চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মোকামিয়া গ্রামের বাসিন্দা ড. এ কে এম সামছু উদ্দিন ১৯৮৩ সালে ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল থেকে মাধ্যমিক ও ১৯৮৫ সালে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করেন তিনি।
চট্টগ্রাম ছাড়াও আরও ৬ কর্মকর্তাকে প্রেষণে শিক্ষা বোর্ডের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যান্যদের এসব বোর্ডের বর্তমান সচিবদের প্রেষণ প্রত্যাহার করে বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। এরমধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব হিসাবে প্রেষণে নিয়োগ পেয়েছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। আর প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের আগের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরীকে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে বদলি করা হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম। এ বোর্ডের সচিব অধ্যাপক সোমনাথ মন্ডলের প্রেষণ প্রত্যাহার করে তাকে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে বদলি করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার গৌরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। কুমিল্লা বোর্ডের সচিব অধ্যাপক নুর মোহাম্মদকে নোয়াখালী সরকারি কলেজে বদলি করা হয়েছে।
দিনাজপুর বোর্ডের সচিব পদে নিয়োগ পেয়েছেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাক। ওই বোর্ডের সচিব অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধানকে রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে।
রাজশাহী বোর্ডের সচিব পদে নিয়োগ পেয়েছেন পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। এ বোর্ডের সচিব অধ্যাপক মো. হুমায়ুন কবীরকে রাজশাহী মহিলা কলেজে বদলি করা হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের সচিব হিসাবে প্রেষণে নিয়োগ পেয়েছেন ঢাকার সরকারি বাঙলা কলেজের অধ্যাপক এস এম মাহাবুবুল ইসলাম। এই বোর্ডের সচিব অধ্যাপক এম আব্দুর রহিমকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে বদলি করা হয়েছে।
তাদেরকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার জন্য প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ