চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

ষোলশহর মহল্লাবাসীর ওপর বার্মা সাইফুলের হামলায় আহত ৩, আটক ১

অনলাইন ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৫ | ১১:২৫ অপরাহ্ণ

নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় মহল্লাবাসীর ওপর হামলা চালিয়েছে শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের অনুসারীরা। হামলায় এক ব্যবসায়ীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

 

আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ষোলশহর গ্রিনভ্যালি এলাকার ভাসমান ব্যবসায়ী নাছির উদ্দিন (৪৫) ও ফারুক (৫০)।

 

পুলিশ জানায়, রবিবার বিকেলে ষোলশহর এলাকায় প্রবেশ করে মহল্লা কমিটির লোকজনের ওপর হামলা চালায় বার্মা সাইফুল ও তার অনুসারিরা। এতে তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতরো। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতদের মধ্যে নাছির উদ্দিনের ফুফাত বোন জানান, শনিবার বিকেলে বাসা থেকে বাজার করার জন্য বের হন। এমন সময় মসজিদের মাইকে ‘এলাকায় সন্ত্রাসীরা হামলা করছে’ শুনে দ্রুত ষোল শহর রেলওয়ে স্টেশন এলাকায় যান। সেখানে গিয়ে দেখেন তার মামাত ভাই নাছির উদ্দিনের মেরুদণ্ড বরাবর ধারালো অস্ত্রের আঘাতে বিশাল ক্ষত, আর সেই ক্ষত থেকে রক্ত ঝরছে। পাশে পড়ে ছিলেন ফারুক। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান তিনি।

 

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আরিফ হোসাইন বলেন, সন্ত্রাসী বার্মা সাইফুল ও তার অনুসারীদের হামলার পর আমরা তৎক্ষনাৎ অভিযান পরিচালনা করে একজন হেফাজতে নিয়েছি। তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

উল্লেখ্য বার্মা সাইফুল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় কয়েক ডজন মামলা রয়েছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট