চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সিইপিজেডে দুই কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত অন্তত ২০

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৫ | ২:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) দুই পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক আহতদের নামপরিচয় জানা যায় নি।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান।

চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশ কয়েকজন জানান, সিইপিজেডে ক্রিমুখী সংঘর্ষে অন্তত ২০-৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে প্রায় ২০ চমেক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, বাৎসরিক ৯ শতাংশ বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। তাদের আন্দোলনের মুখে অনেক কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নিয়েছে। দেখাদেখি একই দাবিতে অন্য কারখানাগুলোর শ্রমিকরাও আন্দোলন শুরু করেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, মূল গেট খোলা নিয়ে এক কারখানার শ্রমিকের সাথে আরেক কারখানার শ্রমিকের কথাকাটাকাটি হয়। এরপরই তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। এতে অনেকে আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান বলেন, এটি বেতন-ভাতা সংক্রান্ত কোনো সমস্যা নয়। দুটি কারখানার শ্রমিকদের মধ্যে বিরোধ হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট