চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কবিতা গান কথায় রণজিৎ রক্ষিতের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৫ | ১২:০৬ পূর্বাহ্ণ

“প্রাণের মানুষ আছে প্রাণে… তেমনি একজন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত। তিনি একাধারে একজন নাট্যভিনেতা ও সাংস্কৃতিক সংগঠক। শুক্রবার (১০ জানুয়ারি) ছিল তাঁর ৭৬তম জন্মবার্ষিকী। বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম তাঁর জন্মবার্ষিকী উদযাপন করেছে কবিতা-গান-কথায়।

 

এদিন সকালে নগরীর এনায়েতবাজারস্থ মহিলা কলেজ চট্টগ্রামে পরিচালিত বোধন আবৃত্তি স্কুলে অনুষ্ঠানে অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও রণজিৎ রক্ষিতের দীর্ঘদিনের সহকর্মী অজিত আইচ, চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক সাংবাদিক দেবদুলাল ভৌমিক, দৈনিক প্রথম আলো চট্টগ্রাম ব্যুরোর জেষ্ঠ্য প্রতিবেদক প্রণব বল। এতে সভাপতিত্ব করেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ।

 

অতিথিরা বলেন, রণজিৎ রক্ষিতের মতো মানবিক, বিনয়ী, মিষ্টভাষী মানুষের শূন্যতায় আজ সংস্কৃতির অনেক কিছুই অপূরণীয় ক্ষতি যা কখনো পূরণ হবার নয়। তিনি হয়তো আজ বেঁচে নেই। কিন্তু তাঁর সৃষ্টি প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকবে।  তবলাবাদক উৎপল চন্দ্র নাথের সঙ্গতে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী কান্তা দে, শান্তা সেনগুপ্তা ও প্রীতি দাশ। এসময় শিশুশিল্পী সুবর্ণিল সেনগুপ্ত ও নওশীন নাওয়ার তাদের পরিবেশিত গানে ভালোবাসার অভিবাদনে স্বতঃস্ফূর্ততা এনে দেয়।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোধন আবৃত্তি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল, সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, আবৃত্তিশিল্পী সংগীতা কর চৌধুরী, পল্লব গুপ্ত, সাজেদুল আনোয়ার, জসিম উদ্দিন, শংকর প্রসাদ নাথ, সুচয়ন সেনগুপ্ত, ত্রয়ী দে, হাসিবুল ইসলাম শাকিল, ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

 

এরপর পুরো আয়োজনে আবৃত্তিশিল্পী ঋত্বিকা নন্দী’র সঞ্চালনায় একক কবিতায় মননের একাগ্রতায় আবৃত্তিতে রণজিৎ রক্ষিতের প্রতি শ্রদ্ধাবনত হয়ে পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল, অর্থ-সম্পাদক অনুপম শীল, আবৃত্তিশিল্পী শুভাগত বড়ুয়া, জলিল উল্লাহ, অনাময় শ্রীনন চৌধুরী, অদ্রিজা ধর, প্রাচী বড়ুয়া, অপ্সরা বিপ্লব জুহি, অম্লান চৌধুরী, অর্জয়িতা নন্দী ঘুড়ি, সুহৃদ বর্ধন, অনুদীপ নাথ, ঈশান মজুমদার, প্রজ্ঞা আচার্য্য, আয়ান বিন মোস্তফা, দিয়াড়া আইচ, আয়ুষ্মান দাশগুপ্ত, সৌমিত্র দাশ, স্তুতি বিশ্বাস, শুভ্রনীল বড়ুয়া, প্রজ্ঞা বড়ুয়া, ত্রয়ী বিশ্বাস, তাসনুভা ইসলাম ওহী, মহাত্মা মুক্তি হেমা, নির্ঝর বড়ুয়া, পার্বণ জয়ধ্বনি রায়, মানহা নূর মাহমুদ, আদৃত চৌধুরী, তুষিতা বড়ুয়া, নবপ্রভা সাহা।

 

উল্লেখ্য, রণজিৎ রক্ষিত ছিলেন ১৯৮৭ সালের ৯ জানুয়ারি প্রতিষ্ঠিত বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। পরবর্তীতে তিনি ছিলেন দীর্ঘদিন যাবৎ বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি। এছাড়া বাংলাদেশের প্রথম আবৃত্তি স্কুল বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের প্রথম উপাধ্যক্ষ এবং পরবর্তীতে আমৃত্যু ছিলেন অধ্যক্ষ। বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিসীমায় তিনি যুক্ত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে । এছাড়া চট্টগ্রামের নাটকের সংগঠন গণায়ন নাট্য সম্প্রদায়ের মঞ্চনাটকের অভিনেতাও। দীর্ঘদিনের সাংস্কৃতিক সমৃদ্ধিতে তিনি ছিলেন নগরীর জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম এর প্রথম নির্বাচিত সহ-সভাপতি।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট