চট্টগ্রামে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা গোলাপের দোকান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল- হাটহাজারীর কোয়াইশ এলাকার উছমান আলী মেম্বারের বাড়ির মৃত রহমত উল্লাহর ছেলে মো. তৈয়ব আলী (৪৪), সাতকানিয়ার সোনাকানিয়া নাপিতপাড়ার মৃত অনন্ত শীলের ছেলে রূপন শীল (২৮), নেত্রকোনার মদন থানার আকনা মীরবাড়ির মৃত ফজর আলীর ছেলে মো. মন্নান (৫০), কক্সবাজারের উখিয়া উজিয়া পাড়ার মো. রানার মেয়ে মোছা. শারমিন (১৯), সন্দ্বীপের কাছিয়াপাড়, আব্দুল্লাহ মিয়ার বাড়ির আবুল কাশেমের মেয়ে মোছা. আমেনা (২৩) ও রাঙামাটির লংগদু কাট্টলি, পরিমলের বাড়ির পরিমল চাকমার মেয়ে রিতা চাকমা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজন পুরুষ ও তিনজন মহিলাকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/জেইউ/এএইচ