চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট পেপসি গেটের সামনে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি সুইজ গিয়ার চাকু ও দুটি কাঠের বাটযুক্ত চাকু এবং একটি স্টিলের চাপাতি জব্দ করা হয়।
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল- বহদ্দারহাট পশ্চিম ফরিদার পাড়ার আবুল বশরের ছেলে মো. সাকিব (২০), পূর্ব ফরিদার পাড়ার মফিজুল ইসলামের ছেলে মো. সোহেল (২৪), মোঃ আব্দুল মান্নানের ছেলে মো. ইমন (২২) ও মো. মিজানের ছেলে মো. মিরাজ (১৯)।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/জেইউ/এএইচ