চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ব্যবসায়ী অপহরণের ঘটনায় মো. রায়হান নামে এক মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম। এই ঘটনায় সদরঘাট থানায় গতকাল রাতে মামলা করেছেন অপহরণের শিকার ব্যবসায়ী শুভাশিষ বসু।
ওসি বলেন, ‘গতকাল সোমবার রাতে কাপ্তাই রাস্তার মাথা থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়। ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে যে গাড়িতে অপহরণ করা হয়েছিল তিনি সেই গাড়ির চালক। এ ঘটনায় বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান এখনো চলছে।’
এর আগে, গত শনিবার দুপুর সোয়া ১২টায় নগরীর সদরঘাট থানার পোড়া মসজিদ এলাকায় দোকানের সামনে থেকে ৬৫ বছর বয়সী ব্যবসায়ী শুভাশিষকে তুলে নিয়ে যাওয়া হয়। এসময় তারা নিজেদের ‘ডিবির লোক’ বলে পরিচয় দেন। পরে ব্যবসায়ীর স্বজনরা সদরঘাট থানায় গেলে অপহরণকারীরা ওই ব্যবসায়ীকে প্রায় ১০ ঘণ্টা পর রাত ১০টার সময় ছেড়ে দেয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ