জাফলং চা বাগানের শ্রমিকরা প্রতিদিন মাত্র ১৭০ টাকা মজুরি পান, যা বর্তমান বাজারের মূল্যমানের সঙ্গে তুলনা করলে অত্যন্ত অমানবিক। এই দুরবস্থার কথা বিবেচনা করে তাদের দিয়েই আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণের উদ্যোগ শুরু হয়েছে।
আজ রবিবার (৫ জানুয়ারি) এই মহতী উদ্যোগের প্রথম পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে জাফলং চা বাগানের শ্রমিকদের মধ্যে।
এই মহতী কার্যক্রমে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের সঙ্গে ছিলেন সেন্ড অ্যা লিটল হোপ ইউকে এর সিইও মুজাহিদুল ইসলাম রিয়াজ।
আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হবে বলে আশা করি। শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে দেশের আরও অসহায় মানুষ শীতের প্রকোপ থেকে কিছুটা স্বস্তি পেতে পারে।
এই কার্যক্রমের সাথে সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর আহ্বান জানান তিনি। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি মানবিক ও সহমর্মিতার সমাজ গড়ে তুলতে পারবো।
পূর্বকোণ/জেইউ/পারভেজ