চট্টগ্রাম রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

স্বস্তি কাঁচাবাজারে, মুরগিতে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক

৩ জানুয়ারি, ২০২৫ | ২:৫৫ অপরাহ্ণ

শীতের নানা সবজিতে ভরপুর কাঁচা বাজার। ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ পাতা, বেগুন, শিম, শালগম, লাউ, টমেটো, কাঁচামরিচসহ বিভিন্ন তাজা সবজির পসরা সাজিয়ে বসছেন ক্রেতারা। বাজারে পদচারণা বেড়েছে ক্রেতাদেরও। অল্প টাকায় মিলছে ব্যাগভর্তি সবজি। অল্প টাকায় পছন্দের সবজি পেয়ে স্বস্তি প্রকাশ করছেন ভোক্তারা।

 

তবে ক্রেতাদের অস্বস্তিতে ফেলছে মুরগি। গেল ৩ সপ্তাহে কেজিতে ৩০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বৃহস্পতিবার (২ জানুয়ারি) নগরীর অক্সিজেন, আতুরার ডিপো, বহদ্দারহাট, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স, কাজীর দেউরিসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

 

বাজারে বিক্রি হওয়া শীতকালীন সবজির মধ্যে অধিকাংশের দামই ৩০ টাকার মধ্যে। এরমধ্যে ফুলকপি ৩০, বাঁধাকপি ২০, লাউ ও মিষ্টি কুমড়া ৩০, মুলা ২০, খিরা ও গাজর ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে কাঁচা মরিচ, টমেটো, শিম ও বেগুন ৫০ টাকা, আলু ৫০-৬০, শিমের বিচি ১৬০, বরবটি ৭০ ও করলা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

এদিন নগরীর দুই নম্বর গেট এলাকার কর্ণফুলী কমপ্লেক্স কাঁচা বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী শাহাদাত হোসেন বলেন, সবজির দাম কমেছে এখন। আগে কাঁচা বাজারে আসলে দাম শুনেই ভয় লাগত। এখন দেড়শ-দু’শ টাকার সবজি কিনলে মোটামুটি ব্যাগ পুরে যায়। কিন্তু এটা যেন অব্যাহত থাকে সেদিকে নজর রাখতে হবে।

 

ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে বাড়তে থাকা ব্রয়লার মুরগির দাম আরেক দফায় ১০ টাকা বেড়েছে কেজিতে। নগরে ২১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই মুরগি। এর বাইরে দেশি মুরগি ৫৭০ এবং সোনালি মুরগি ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

এদিকে সপ্তাহের ব্যবধানে খুচরায় কেজিতে ৫-১০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। মশলাজাত পণ্যটি ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আদা-রসুন। অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। হাড়সহ ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস।

 

মাছের মধ্যে পোয়া ২৮০, লইট্টা ২৬০, পাবদা ৩৫০-৪৫০, রূপচাঁদা ৫০০-৬০০, তাইল্লে মাছ আকার ভেদে ৪০০-৬০০, তেলাপিয়া ২০০-২২০, পাঙাস ১৫০-১৮০, রুই ৩৫০-৪০০, কোরাল ৬০০, কাতল ৩৫০, বেলে ২৮০-৪০০ এবং মৃগেল ২৮০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট