চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মামলা নিয়ে অনৈতিক সুবিধা আদায় করছে অসাধু চক্র: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

২ জানুয়ারি, ২০২৫ | ৫:২৫ অপরাহ্ণ

ক্ষমতার পালাবদলের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় হুমকি দিয়ে অসাধু চক্র অন্যায়ভাবে অনৈতিক সুবিধা আদায় করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।

 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিএমপির এক বিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনারকে উদ্ধৃত করে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সিএমপির বিভিন্ন থানায় হওয়া মামলায় অব্যাহতি পাওয়ার সুযোগ ও আসামি করার হুমকি দিয়ে একটি চক্র টাকা আদায় করছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।

 

হাসিব আজিজ বলেন, মামলাগুলো পুলিশ সদর দপ্তর ও সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে কয়েকটি স্তরে তদারকি করা হচ্ছে। তাই এসব মামলায় অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই। কেউ ‘প্রতারণার’ সুযোগ নেওয়ার চেষ্টা করলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছেন সিএমপি কমিশনার।

 

২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সে আন্দোলনে হতাহতের ঘটনায় সারাদেশে শত শত মামলা হয়েছে। এসব মামলায় আসামি করার হুমকি ও অব্যাহতি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ পাচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট